• সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে প্রচুর ফোন, জেলায় ১৮০০ রাস্তার সমীক্ষার কাজ শেষ
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পথশ্রী সহ রাস্তা নির্মাণের বিভিন্ন প্রকল্প শুরুর আগে জেলাজুড়ে ১ হাজার ৮০০ রাস্তার সমীক্ষা শেষ করল জেলা প্রশাসন। চলতি মাসের শুরুতেই সমীক্ষায় নামে প্রশাসন। বুধবার সেই সমীক্ষা পর্ব শেষ হয়েছে। 


    জেলা প্রশাসন সূত্রে খবর, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইনে জেলার বিভিন্ন ব্লক থেকে রাস্তা তৈরি ও সংস্কারের আবেদন এসেছিল। সেই আর্জির ভিত্তিতেই সমীক্ষা করে দেখা হয় কোন কোন জায়গায় রাস্তার প্রয়োজন, দৈর্ঘ্য, প্রস্থ কতটা হবে, খরচ কত, পিচের নাকি কংক্রিটের হলে ভালো হয়, পর্যাপ্ত জমি আছে কি না। সমীক্ষা রিপোর্ট শীঘ্রই রাজ্যে পাঠানো হবে। পরবর্তীতে এই ১ হাজার ৮০০ রাস্তার মধ্যে কিছু যুক্ত হতে পারে পথশ্রী সহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে।


    গত বছর জুনে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সরাসরি হেল্পলাইন চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ব্যবস্থার মাধ্যমে রাজ্যবাসী বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানাতে পারেন। তারপর থেকেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার মানুষজন ওই হেল্পলাইনে রাস্তা তৈরির ব্যাপারে আর্জি জানান। 


    সেপ্টেম্বরের প্রথম দিকে রাজ্য থেকে জেলার কাছে রাস্তার আবেদনের বিষয়ে তথ্য আসে। যার ভিত্তিতে জেলা পরিষদ ও ব্লকের মাধ্যমে সমীক্ষা শুরু হয়।  রাস্তা তৈরি ও সংস্কারের সবচেয়ে বেশি আবেদন হয়েছিল করণদিঘি থেকে। এই ব্লক থেকে ৪০০টি আবেদন জমা পড়ে। ইটাহার থেকেও প্রচুর আবেদন এসেছে। 


    তবে, সবচেয়ে কম আবেদন গোয়ালপোখর-২ ব্লকে। মাত্র ১৫০ টি। জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, জেলার বিভিন্ন ব্লক থেকে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে  আবেদন গিয়েছিল। রাজ্য থেকে পাওয়া সেই তথ্যের ভিত্তিতে জেলাজুড়ে ১ হাজার ৮০০ ছোট, বড় রাস্তার সমীক্ষা করা হয়। পরবর্তীতে পথশ্রী বা অন্য কোনও প্রকল্পে রাস্তাগুলি নির্মাণ করা যায় কি না, বিবেচনা করে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)