মহেশমাটি হায়দারপুরে পুজোর থিম তিরুপতি বালাজি মন্দির
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
সন্দীপন দত্ত, মালদহ: এবার পুজোয় ইংলিশবাজার শহরেই দেখা যাবে তিরুপতি বালাজি মন্দির! এই মন্দির দর্শনের জন্য আসতে হবে শহরের মহেশমাটি অঞ্চলে। এখানে অভিযান সঙ্ঘের পরিচালনায় মহেশমাটি হায়দারপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের বিশেষ আকর্ষণ তিরুপতি বালাজির আদলে দুর্গা প্রতিমা।
এই ক্লাবের পুজো এবছর ৩৭ তম বর্ষে। শুধু দুর্গা প্রতিমাতেই নয়। চমক থাকছে গোটা প্যান্ডেলেই। পুজো কমিটির কোষাধ্যক্ষ অভিজিৎ ঘোষ বলেন, স্বয়ং মা দুর্গাই এবছর আমাদের পুজোর বিশেষ আকর্ষণ। তিরুপতির বালাজির আদলে মায়ের প্রতিমা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি আমাদের পুজো প্যান্ডেলেও থাকছে চমক। বালাজি মন্দিরের আদলে সম্পূর্ণ প্যান্ডেল তৈরি করা হচ্ছে। তাঁর সংযোজন, বাঁশ কাপড়ের পাশাপাশি শোলা, প্লাস্টার অব প্যারিস দিয়ে থিমটি ফুটিয়ে তোলা হবে। সেই সঙ্গে থাকবে আলোকসজ্জা। বালাজি মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা হলেও ভিতরে থাকছে বিষ্ণুর দশ অবতার। সেই সঙ্গে থাকছে অপ্সরার মূর্তি। পুজো উদ্যোক্তারা জানান, এবছর তাঁদের পুজোর বাজেট পাঁচ লক্ষ টাকা। চতুর্থীতে বস্ত্র বিতরণ অনুষ্ঠান দিয়ে পুজোর উদ্বোধন হবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে দর্শনার্থীদের জন্য ভোগের আয়োজন থাকবে। নবমীর দুপুরে পাড়ার বাসিন্দারা মিলিত হয়ে পাত পেড়ে মায়ের ভোগ খাওয়ার আয়োজন করা হয়েছে। পুজোর আর দু’সপ্তাহও বাকি নেই। এদিকে বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সকাল থেকে একটানা হালকা বৃষ্টি। বৃষ্টিতে ভিজেই চলছে প্যান্ডেলের কাজ। শিল্পীরা বলছেন, হাতে আর সময় নেই। তাই কাজে কোনও বিরাম নেই।