• ইটাহার গ্রামীণ হাসপাতালে বিশ্রামাগারে আলো নেই, রাস্তার ধারেই খাচ্ছেন রোগীর পরিজনরা, পদক্ষেপের দাবি
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ইটাহার: বিশ্রামাগার থাকলেও আলোর ব্যবস্থা নেই। গ্রামীণ হাসপাতাল লাগোয়া রাস্তায় উচ্চ বাতিস্তম্ভের নীচে চায়ের দোকানে, গাছতলায় রাতের খাবার খেতে হচ্ছে রোগীর পরিজনদের। অবিলম্বে বিশ্রামাগারে আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের মানুষের একমাত্র ভরসা ইটাহার গ্রামীণ হাসপাতাল। সেখানে চিকিৎসার জন্য আসা রোগীর পরিজনদের সুবিধার্থে একটি বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। কিন্তু কয়েক মাস কেটে গেলেও আলোর ব্যবস্থা করা হয়নি। মূলত গর্ভবতী, প্রসূতিদের পরিজনেরাই হাসপাতালে রাত্রিবাস করেন। বিশ্রামাগারে রাতে আলো না থাকার জন্য তাঁদের হয়রান হতে হচ্ছে বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন মাধপুর গ্রামের প্রসূতি সাথী পারভিনের আত্মীয় সোমা খাতুন বলেন, অনেক দূর থেকে রোগী নিয়ে এসেছি। রাতে বিশ্রামাগারে আলো না থাকায় চায়ের দোকানে মোবাইলের আলো জ্বেলে খেতে হয়েছে। কর্তৃপক্ষের দ্রুত বিষয়টির দিকে নজর দেওয়া উচিত। অনেক রোগীর পরিজনেরা হাসপাতালের সামনে উচ্চ বাতিস্তম্ভের নীচে রাস্তার ধারে বসে খাওয়াদাওয়া করেন। চাকলাঘাটের বাসিন্দা রাধিকা চৌধুরী অন্তঃস্বত্ত্বা বউমাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তিনি বলেন, রাতে বউমার সঙ্গে থাকতে হবে। কোনও জায়গা না পেয়ে রাস্তার ধারে আলোয় বসে খাচ্ছি। হাসপাতালে আসা রোগীর পরিজনদের ভোগান্তি প্রসঙ্গে ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মোনুগোড়া ফেবরিট এক্কা বলেন, আমাদের হাসপাতালের ভিতরে ও বাইরে বসার জায়গা আছে। তারপরেও কেন রোগীর পরিজনেরা যেখানে সেখানে বসে খাওয়াদাওয়া করছেন জানি না। বিষয়টি খতিয়ে দেখছি।  
  • Link to this news (বর্তমান)