• পুজোয় যান নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গঙ্গারামপুর ট্রাফিকের
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: পুজোয় গঙ্গারামপুর শহরে যান নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত নিল ট্রাফিক বিভাগ। শহরের বিগ বাজেটের পুজো মণ্ডপ পর্যন্ত বাইক নিয়ে প্রবেশের ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কোনও মণ্ডপে অত্যাধিক ভিড় থাকলে আটকে দেওয়া হবে। এছাড়া জাতীয় সড়কে চলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও পুজোর পাঁচদিন বিকেল চারটে থেকে ভোর তিনটে পর্যন্ত শহরে টোটো নিয়ে প্রবেশ করা যাবে না। ৫১২ নং জাতীয় সড়কে বিকেল চারটে থেকে পণ্যবাহী লরি চলাচলের নিষেধাজ্ঞা থাকছে। গঙ্গারামপুর কালদিঘি, পলিটেকনিক কলেজ, রবীন্দ্রভবন ও গঙ্গারামপুর কলেজ এলাকায় নাকা পয়েন্ট করে জাতীয় ও রাজ্য সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করবে ট্রাফিক বিভাগ। গঙ্গারামপুর মহকুমা পুলিসের অন্তর্গত গঙ্গারামপুর পুরসভা এলাকার ১৮টি ওয়ার্ডে এবার মাঝারি ও বিগ বাজেটের ৬৮টি পুজো হচ্ছে। সন্ধ্যা থেকে রাত দুটো পর্যন্ত হেঁটে প্রতিমা দেখতে পারবেন দর্শনার্থীরা। গঙ্গারামপুর ট্রাফিক ওসি রজত প্রধান বলেন, পুজোয় পথ দুর্ঘটনা আটকানোই আমাদের প্রথম লক্ষ্য। শহরে বিগ বাজেটের পুজো পরিক্রমা করতে যাতে সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখছি। চারটি পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। শহরের বাসিন্দা অমূল্য সরকার বলেন, গঙ্গারামপুর চৌপথীতে ৫১২ নং জাতীয় সড়কের পাশে পাশাপাশি দুটি বিগ বাজেটের পুজো হওয়ায় প্রত্যেক বছর রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। এতে শহর যেন থমকে থাকে। এবার যেন ট্রাফিক বিভাগ গুরুত্ব সহকারে বিষয়টি দেখে। কারণ পুজো দেখতে বেরিয়ে জাতীয় সড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা বয়স্কদের পক্ষে সম্ভব হয় না।
  • Link to this news (বর্তমান)