• এবারও শারদ সম্মান দেবে বালুরঘাট থানা
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: সুষ্ঠুভাবে পুজো পরিচালনায় এবারও পরীক্ষকের ভূমিকায় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা। এবারও সারাবছর  পুজো উদ্যোক্তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে শারদ সম্মান দেওয়া হবে। বুধবার বালুরঘাটের বালুছায়াতে ২০২৩ সালের দুর্গাপুজোর সমস্ত কার্যকলাপ নিয়ে নম্বর দিয়ে শারদ সম্মান দিল বালুরঘাট থানা। তবে এবছরও সেই একই কায়দায় নম্বর দেবে থানা।


    মূলত, পরিবেশ দূষণ, আইনশৃঙ্খলা, সমাজসেবা সহ সমগ্র পুজো পরিচালনার উপরে মার্কশিট তৈরি করা হয়। মোট ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ৮৫ নম্বর থাকবে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে তৈরি কমিটির হাতে। বাকি ১৫ নম্বর থাকবে সরাসরি আইসির হাতে। পুজোয় সরকারি গাইডলাইন ও শৃঙ্খলা বজায় রাখতে এদিন থানার তরফে সমস্ত দপ্তরকে নিয়ে গাইডলাইন  তৈরি করা হয়। চাঁদায় জোরজুলুম, ডিজে বন্ধ সহ একাধিক বিষয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক করেন পুলিস আধিকারিকরা।


    বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠুভাবে পুজো করতে বালুরঘাট থানার তরফে শারদ সম্মান দেওয়া হয়। দু’বছর থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। পুজোয় সমস্ত ক্লাবের গতিবিধি এবং নানা সরকারি গাইডলাইনের উপরে নজর রাখা হবে। এবারও সেই পরীক্ষা হবে।


    বালুরঘাট শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে দেড়শোটিরও বেশি পুজো হয়। গতবার দুর্গাপুজো থেকে এবারের পুজোর আগ পর্যন্ত পর্যবেক্ষণ করেই তিনটি শ্রেণিতে এদিন শারদ সম্মান দেওয়া হয়। শহরের উচ্চ বাজেট, মধ্য বাজেট ও নিম্ন বাজেটের উপর এবং মহিলা ও গ্রামীণ এলাকার পুজোগুলির নানাদিক পর্যবেক্ষণ করে এই পুরস্কার দেওয়া হয়।  এদিনের পুজো কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিস সুপার চিন্ময় মিত্তাল, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা এবং বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। 
  • Link to this news (বর্তমান)