• বেআইনিভাবে ওষুধ মজুত গ্রামীণ চিকিৎসকদের, হানা ড্রাগ কন্ট্রোলের
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: বেআইনিভাবে ওষুধ মজুত করছেন গ্রামীণ চিকিৎসকদের একাংশ। এই খবরের পরেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে গ্রামীণ চিকিৎসকদের চেম্বারে অভিযান চালাচ্ছে জেলা ড্রাগ কন্ট্রোল। এই অভিযানের প্রতিবাদে বুধবার, ড্রাগ কন্ট্রোল অফিসের সামনে পোস্টার ব্যানার হাতে বিক্ষোভ দেখান রুরাল মেডিক্যাল প্র্যাক্টিসনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনের বক্তব্য, অভিযানের নামে সদস্যদের হয়রানি করা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। গ্রামীণ চিকিৎসকদের প্রয়োজনীয় ন্যূনতম ওষুধ রাখার অনুমতি দিতে হবে। এরকম মোট তিন দফা দাবি নিয়ে জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোলের  অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। 


    বুধবার সংগঠনের সদস্যরা দিশারী মোড় থেকে মিছিল করে জেলা ড্রাগ কন্ট্রোল অফিসে এসে বিক্ষোভ দেখান। সংগঠনের রাজ্য সভাপতি আনন্দ মণ্ডল বলেন, মহামারী রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকা কি হবে তা নিয়ে রাজ্য সরকার প্রশিক্ষণ দিয়েছে। গ্রামে গ্রামীণ চিকিৎসকদের প্রয়োজনীতা আছে বলেই রাজ্য আমাদের কাজে লাগাচ্ছে। ওষুধ রাখা যদি বেআইনি হয় তাহলে আমাদের দাবি আইনিভাবে ন্যূনতম কিছু ওষুধ রাখার অনুমতি দেওয়া হোক। 


    ড্রাগ কন্ট্রোলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সমিত সাহা বলেন, চেম্বারে যেভাবে বিনা অনুমতিতে ওষুধ মজুত রাখা হচ্ছে তা বেআইনি। যেকারণে বেআইনি স্টক খুঁজে বের করার জন্য অভিযান চালানো হচ্ছে। কেবল তাই নয়, সংশ্লিষ্ট গ্রামীণ চিকিৎসকরা কোন স্টকিস্টের কাছ থেকে ওষুধ নিচ্ছেন সেটাও দেখা হচ্ছে।   - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)