• বাংলার ‘আবাস যোজনা’য় প্রথম কিস্তি ৬০ হাজার টাকা দেবে রাজ্য
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২১ সেপ্টেম্বর থেকে আবাস যাচাইয়ের কাজ শুরু হবে রাজ্যজুড়ে। এর আগে ১৫ সেপ্টেম্বর যাচাই শুরু হওয়ার কথা থাকলেও, বন্যার কারণে তা করা যায়নি বলে জানা গিয়েছে। কেন্দ্র টাকা না দেওয়ায় এই টাকা রাজ্যের কোষাগার থেকেই দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই এই যাচাইয়ের কাজ চালানো হবে। একই সঙ্গে সুবিধা প্রাপকদের থেকে লিখিয়ে নেওয়া হবে যে তাঁরা ন্যায্য দাবিদার। ৬০, ৪০, ২০ হাজার টাকার তিনটি কিস্তি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই প্রকল্পের এসওপি অনুযায়ী, ২০ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া সম্পন্ন করা হবে।


    তবে যাচাই পর্ব সেরে চূড়ান্ত অনুমোদন দিতে হবে জেলাশাসকদের। এই প্রকল্পের নাম ‘বাংলার আবাস যোজনা’ হচ্ছে বলেও সূত্রের খবর।  ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যের কোষাগার থেকে বাংলার দরিদ্র মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু করবে নবান্ন। মঙ্গলবার বোলপুরের বন্যা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরই তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণার পরেই তোড়জোড় শুরু হয়েছে। বুধবার এই সংক্রান্ত বৈঠক করে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হল মুখ্যসচিব মনোজ পন্থের বৈঠকে। সেখানে যোগ দিয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব থেকে শুরু করে প্রতিটি জেলাশাসক। ২০২২ সালের ডিসেম্বর মাসে কেন্দ্র ১১ লক্ষ বাড়ি তৈরির প্রশাসনিক ছাড়পত্র দিয়েছে, কিন্তু একটি টাকাও দেয়নি মোদি সরকার। সেই সময় এক পর্ব যাচাইয়ের কাজ চালিয়ে চিহ্নিত করা হয়েছিল ন্যায্য প্রাপকদের। তবে প্রায় দু’বছর ধরে কেন্দ্র টাকা না দেওয়ায় অনেকেই মারা গিয়েছেন। অনেকেই পরিযায়ী হয়ে অন্য কোথাও থাকতে শুরু করেছেন। আবার অনেকে টাকা জোগাড় করে বাড়ি তৈরি করে ফেলেছেন। সেই কারণেই পুনরায় যাচাইয়ের প্রয়োজন বলেই এক আধিকারিক জানিয়েছেন। রাজ্যের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনেই যাচাইয়ের কাজ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।


    পাশাপাশি, এদিনের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল, বৃহস্পতিবার থেকেই দল গঠনের কাজ শুরু করতে হবে প্রতিটি জেলাকে। উপভোক্তাদের তালিকা ধরে সশরীরে যাচাই (ফিল্ড ভেরিফিকেশন) করা বাধ্যতামুলক। আধার সংযোগ নথিবদ্ধ করা হবে। চালু হবে নির্দিষ্ট পোর্টাল। যাচাইয়ের পরে সেই তালিকা পুনরায় যাচাই করা হবে। 
  • Link to this news (বর্তমান)