• অচ্যুত সামন্তকে সাম্মানিক ডক্টরেট
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কেআইআইটি ও কেআইএসএস-এর প্রতিষ্ঠাতা তথা সমাজসেবী অচ্যুত সামন্তকে ডক্টরেট সম্মান প্রদান করল অসমের ডাউন টাউন ইউনিভার্সিটি (গুয়াহটি)। বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তনে অচ্যুত সামন্তকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়। প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, জনজাতি উন্নয়ন, শিল্প-সংস্কৃতি এবং গ্রামীণ উন্নয়নে বিশিষ্ট এই শিক্ষাবিদের অবদানের জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে।  
  • Link to this news (বর্তমান)