• দূষণ এড়াতে রাজ্যে ব্যাটারিচালিত সাইকেলে টহলদারি, পুজোর মুখে রাজ্য পুলিসকে দিচ্ছে পিসিবি
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর পাঁচটি গাড়ির মতো দূষণ ছড়ায় পুলিসের গাড়ি, বাইকও। ওই সব গাড়ি থেকে বের হয় কালো ধোঁয়া। রাজ্য পুলিস এলাকায় বিশেষ করে গ্রামাঞ্চলে হামেশাই এই দৃশ্য দেখা যায়। যা পরিবেশ দূষণের অন্যতম কারণ। তাই দুর্গাপুজোর মুখে রাজ্যে দূষণ রুখতে অভিনব পদক্ষেপ নিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (পিসিবি)। তারা ন্যাশনাল ক্লিন এয়ার কর্মসূচিতে রাজ্য পুলিসকে ১ হাজার ৪৫০টি ব্যাটারিচালিত সাইকেল দিয়েছে বলে বলে পিসিবি সূত্রে খবর। সেই কর্মসূচির প্রথম পর্যায়ে এমন ২৫টি সাইকেল রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমারের হাতে তুলে দিয়েছেন পিসিবির চেয়ারম্যান কল্যাণ রুদ্র। 


    স্পর্শকাতর এলাকায় টহলদারির জন্য রাজ্য পুলিস বাইক ব্যবহার করে। তেলের জ্বালানি থেকেই বায়ুদূষণ ছড়ায়। অনেক ক্ষেত্রে দেখা যায়, দিনের পর দিন সেই সমস্ত বাইকের রক্ষণাবেক্ষণ হয় না। তার জেরে অতিরিক্ত দূষণ হয়। তাই পুলিসি টহলদারির জন্য ব্যাটারিচালিত বিশেষ সাইকেল দেওয়া হয়েছে। পুলিস সূত্রে খবর, বিশেষত মহিলা বাহিনীকে এই সাইকেল দেওয়া হবে। দু’ চাকার এই যান সর্বোচ্চ ৩৫ কিলোমিটার বেগে ছুটবে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানানো হয়েছে, ব্যাটারিচালিত এই সাইকেল থেকে কার্বন নির্গমণের পরিমাণ ‘শূন্য’। এই সাইকেলের রক্ষণাবেক্ষণের খরচ বাইকের তুলনায় অনেকটাই কম। একবার ব্যাটারি বদল করলে প্রায় তিন বছর নির্ঝঞ্ঝাটে ছুটতে পারবে এই সাইকেল। কিন্তু, দু’চাকার এই যান টহলদারির জন্য বাস্তবে কতটা উপযোগী, তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রথমত, টহলদারির জন্য প্রতিটি 


    টিমে অন্তত দু’জন করে থাকেন। 


    কিন্তু, সাইকেলে দু’জন বসার জায়গা নেই। অন্যদিকে, সাইকেলের গতি বাইকের তুলনায় অনেকটাই কম। সেক্ষেত্রে অপরাধীকে ধাওয়া করে পাকড়াও করতে হলে সাইকেল কতটা উপযোগী, তা নিয়ে পুলিসের অন্দরেই প্রশ্ন রয়েছে।
  • Link to this news (বর্তমান)