নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখল ওয়েস্টবেঙ্গল স্টেট কোঅপারেটিভ হাউজিং ফেডারেশন লিমিটেড। বুধবার ছিল ৫৯তম হাউসফেড’ডে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কলকাতার শিশির মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের সাহাযার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হয় দু’লক্ষ টাকার চেক। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের হাতে এই চেক তুলে দেন ওয়েস্টবেঙ্গল স্টেট কোঅপারেটিভ হাউজিং ফেডারেশন লিমিটেডের চেয়ারম্যান আশিস চক্রবর্তী।
সমবায় আন্দোলনের ইতিহাসে ওয়েস্টবেঙ্গল স্টেট কোঅপারেটিভ হাউজিং ফেডারেশনের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রায় তিনশোজন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আলোকপাত করা হয়েছে, সমবায় প্রতিষ্ঠার শুরুর দিকে সাধারণ মানুষকে গৃহঋণ দিত একমাত্র হাউসফেড। আজও নানা প্রতিযোগিতার মধ্যে দিয়ে তারা এগিয়ে চলেছে। হাউসফেডের ভূমিকা ও কৃতিত্ব তথ্য দিয়ে তুলে ধরেন রাজ্যের সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করে তিনি উল্লেখ করেন, হাউসফেড তার বাজারে পড়ে থাকা অনাদায়ী ঋণের পরিমাণ অনেক কমিয়ে এনেছে। আগামী দিন স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে যাতে সল্প সুদে হাউসফেড ঋণ পায় সে ব্যাপারটি দেখবেন। পাশাপাশি অতিরিক্ত মুখ্যসচিব কৃষ্ণা গুপ্তা ভূয়সী প্রশংসা করেছেন হাউসফেডের কর্মকাণ্ড নিয়ে। সংস্থার চেয়ারম্যান আশিস চক্রবর্তী বলেন, এই আর্থিক বছরে যে কোনও বাণিজ্যিক ব্যাঙ্কের তুলনায় কম সুদে সাধারণ মানুষকে গৃহ ঋণ দেওয়ার ব্যাপারে এই সমবায় আবাসন ফেডারেশন লক্ষ্যমাত্রা নিয়েছে। শারদীয়া উপলক্ষ্যে অনুষ্ঠানে হাউসফেডের উৎসব সংখ্যা প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরপ্রসাদ হালদার, অমিত কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার ভাইস চেয়ারম্যান তপেন্দ্রমোহন বিশ্বাস।