• রুদ্ধদ্বার কক্ষে শুনানির আবেদন খারিজ আদালতের
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে মামলার সওয়াল ঘিরে বুধবারও উত্তপ্ত হয় আদালত কক্ষ। এজলাসে ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীদের একাংশ। তাঁরা বলতে থাকেন, শিয়ালদহ আদালতের বার অ্যাসোসিয়েশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিযুক্তদের হয়ে কেউ মামলা লড়বেন না।  সিবিআইয়ের আইনজীবী বলেন, যেভাবে বিক্ষোভ হচ্ছে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। তাই রুদ্ধদ্বার কক্ষে ক্যামেরার সামনে শুনানির আবেদন জানান। যদিও আদালত রুদ্ধদ্বার শুনানির আবেদন খারিজ করে দেয়। 
  • Link to this news (বর্তমান)