• সেলের অদূরেই ফাঁসির জায়গা, শুনে আতঙ্কে জেলবন্দি সঞ্জয়
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে গ্রেপ্তারের পরই কলকাতা পুলিসের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় নাকি দাবি করেছিল, ‘আমার ফাঁসি হোক।’ সঞ্জয় এখন প্রেসিডেন্সি জেলে বন্দি। জেল সূত্রের খবর, কয়েকদিন আগে কয়েকজন জেলকর্মীর কাছ থেকে সে জানতে পারে, তার সেল থেকে কিছুটা দূরেই একটি নির্জন স্থানে রয়েছে ফাঁসি দেওয়ার জায়গা। সে আরও জানতে পারে, জেলের সেই প্রান্তেই রয়েছে ফাঁসির জন্য অপেক্ষারত বন্দিরা। ওই কথা শোনার পর সেই সঞ্জয়ই কেমন যেন মুষড়ে পড়েছে! 


    জেলের একটি সূত্র জানাচ্ছে, একদা দোর্দণ্ডপ্রতাপ সঞ্জয়ই নাকি বলেছে, ‘ওরে বাবা, কী ভয়ের কথা শোনানো হল আমাকে!’ জেল হেফাজত হওয়ার পরই আর জি কর কাণ্ডের এই অভিযুক্তকে ঘিরে বন্দিদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। প্রতিদিন সকাল ও বিকেলে বন্দিরা সেলের বাইরে নানা কাজে ব্যস্ত থাকে। কাজের শেষে তারা ফিরে যায় নিজ নিজ সেলে। কিন্তু জেলের ওই বন্দিরা সেল থেকে বেরিয়েই সঞ্জয়ের সেলের সামনে দিয়ে যাওয়ার পথেই উঁকিঝুঁকি মারে। কিন্তু সরাসরি তার সামনে যাওয়ার কোনও উপায় নেই তাদের। কারণ ওই বন্দির সেলের চারধারে রয়েছে কড়া পাহারা।  তা সত্ত্বেও গতসপ্তাহে দুই বন্দি ওইপথ দিয়ে যাওয়ার সময় কিছুটা খিল্লির সুরে বলে ওঠে, ‘আরে ভাই সঞ্জয়, কেমন আছিস? তুই তো ভাই হিরো নম্বর ওয়ান...।’ সে-কথা শুনে সঞ্জয় কিছুটা ভাবলেশহীনভাবেই তাকিয়ে ছিল।
  • Link to this news (বর্তমান)