নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঋণ নিয়ে তা শোধ করছেন না উপভোক্তারা। গোটা রাজ্যে এভাবে প্রায় ৫০ কোটি টাকা অনাদায়ী অবস্থায় পড়ে রয়েছে। এবার সেই টাকা উদ্ধার করতে নামল ওয়েস্ট বেঙ্গল তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণি উন্নয়ন কর্পোরেশন। বিভিন্ন জেলায় ক্যাম্প করে টাকা উদ্ধারের কাজ শুরু করেছে তারা। অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের অধীনস্ত এই কর্পোরেশন বিভিন্ন প্রকল্পে ঋণ দিয়ে থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দিতে হয় উপভোক্তাদের। বিগত এক দশকের বেশি সময় ধরে অনেকেই সেই টাকা ঠিকমতো শোধ করেননি। এতে সমস্যায় পড়েছে দপ্তর। তাই ক্যাম্প করে টাকা উদ্ধারে নামতে বাধ্য হয়েছে তারা।
মহিলা সমৃদ্ধি যোজনা, লঘু ব্যবসায়ী যোজনা এবং এনএসএফডিসি প্রকল্পের ঋণ পরিশোধ নিয়েই উদ্বিগ্ন দপ্তর। তারা হিসেব করে দেখেছে, এই তিনটি প্রকল্পে যা ঋণ দেওয়া হয়েছে, সেই নিরিখে পরিশোধের হার ৩০-৩৫ শতাংশ। এই টাকা শোধ না করলে যেসব প্রকল্পে ঋণ দেওয়ার সুযোগ রয়েছে, আগামী দিনে সেগুলি চালানোই কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন আধিকারিকরা। সম্প্রতি বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে ঠিক হয়েছে, ডিসেম্বর পর্যন্ত ব্লকে ব্লকে এই ক্যাম্প করে ঋণের টাকা সংগ্রহ করা হবে। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। এনিয়ে বিভিন্ন এলাকায় প্রচার করা হচ্ছে। তাতে কিছুটা সাফল্যও মিলছে বলে সূত্রের খবর। অনেক জেলায় ঋণ গ্রহীতারা টাকা ফেরাতে শুরু করেছেন। যেমন, দক্ষিণ ২৪ পরগনায় ইতিমধ্যে ৫০ লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছেন আধিকারিকরা। উত্তরবঙ্গের কয়েকটি জেলায়ও এই পরিমাণ ঋণ শোধ হয়েছে বলে খবর।