চাল তৈরি নিয়ে খাদ্যদপ্তর ও রাইস মিলের বিরোধ চলছেই
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদ্যদপ্তর ও রাইস মিল মালিকদের বিরোধের নিষ্পত্তি বুধবারের বৈঠকেও হল না। আগামী খরিফ মরশুমে সরকারি উদ্যোগে কেনা ধান থেকে চাল উৎপাদন নিয়েই এই বিরোধ। আগামী মরশুমে সরকারি ধান থেকে চাল উৎপাদন প্রক্রিয়ায় রাইস মিলগুলি নথিভুক্ত হতে চায় না। এই সিদ্ধান্তেই অবিচল রয়েছে মালিকদের সংগঠন।
বিরোধ মেটানোর জন্য বুধবার খাদ্যশ্রী ভবনে বৈঠক ডাকেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সেখানে ছিলেন খাদ্যদপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকি এবং অন্য শীর্ষ আধিকারিকরা। বিভিন্ন জেলা থেকে আসেন রাইস মিল মালিকদের সংগঠনের ৫০ জনের বেশি প্রতিনিধি। বৈঠকে বেশি প্রতিনিধির প্রবেশ নিয়ে সরকারি অফিসাররা আপত্তি জানান। তার প্রতিবাদে সব প্রতিনিধিই প্রথমে বেরিয়ে যান। পরে অবশ্য বৈঠকে যোগ দেন তাঁরা সকলেই।
বৈঠকের পর অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক জানান, সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে কোনও রাইস মিল মালিক সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হলে তাঁর সঙ্গে সংগঠন কোনও সম্পর্ক রাখবে না। সরকারি ধান থেকে চাল উৎপাদনের জন্য চলতি মরশুমে পাঁচশোর বেশি রাইস মিল তাদের নাম নথিভুক্ত করেছে। অন্যদিকে, নতুন বা আগামী মরশুমের জন্যও নথিভুক্তির প্রক্রিয়া খাদ্যদপ্তর ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। চলতি এই বিরোধ আগামী দিনে মিটে যাবে বলেই আশা করছেন খাদ্যদপ্তরের কর্তারা।