• উচ্চ প্রাথমিকে নিয়োগ, মেধা তালিকা প্রকাশ
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে প্রকাশিত হল উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের মেধা তালিকা। বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রকাশিত এই মেধা তালিকায় কমবেশি ৮ হাজার ৯৫০ জন প্রার্থীর নাম রয়েছে। শিক্ষাগত এবং জাতিগত শংসাপত্রের গরমিলে ৯৬ জন প্রার্থীর নাম বাদ গিয়েছে বলে খবর। সেই সঙ্গে এই তালিকায় ১০ জন প্রার্থীর নাম যুক্ত হয়েছে, যাঁরা  ব্যক্তিগতভাবে হাইকোর্টের রায় পেয়েছিলেন। বাকি প্রার্থীরা রয়েছেন ওয়েটিং লিস্টে। মোট প্রার্থী যেহেতু ১৪ হাজার ৬২ জন, তাই প্রায় ৫০০০ জন ওয়েটিং লিস্টে রয়েছেন। শিক্ষক মহল সূত্রে খবর, ২০১৬ সালের পরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে নিযুক্ত শিক্ষকদের অনেকেই রয়েছেন এই তালিকায়। তাঁদের নিয়োগের বৈধতা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। পরের মাসেই শুনানি। তাই উচ্চ প্রাথমিকে সুযোগ পাওয়া অনেকেই চেষ্টা করছেন ওই চাকরি ছেড়ে এখানে চলে আসতে। তাঁদের বক্তব্য, বেতন কমে কমুক, চাকরি তো নিশ্চিত হবে। 
  • Link to this news (বর্তমান)