নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খোয়া যাওয়া সওয়া পাঁচ লক্ষ টাকা ফেরাল কলকাতা পুলিসের নর্থ ডিভিশনের সাইবার সেল। মুম্বই পুলিসের নাম ভাঁড়িয়ে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে সিঁথি থানা এলাকার সাউথ সিঁথির এক বাসিন্দার থেকে সওয়া পাঁচ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছিল গত ২৯ আগস্ট। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ব্যক্তি ৩০ আগস্ট সিঁথি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সাইবার সেলের গোয়েন্দারা দেখেন, অসমের বড়পেটার একটি ব্যাঙ্কে ওই টাকা জমা পড়েছে। এরপর সেই অ্যাকাউন্ট ‘ব্লক’ করে টাকা ফেরানোর ব্যবস্থা করা হয়।