নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল কলকাতা পুরসভা। কাউন্সিলারদের একমাসের সাম্মানিক অর্থ দুর্গত মানুষের সাহায্যে দেওয়ার জন্য পুরসভায় একটি প্রস্তাব গৃহীত হয়েছে। বুধবার পুরসভার মাসিক অধিবেশনে কাউন্সিলার শেখ মুস্তাক আহমেদ এই প্রস্তাব দেন। ইচ্ছুক কাউন্সিলারদের একমাসের বেতন মেয়রস রিলিফ ফান্ডে দিতে বলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখান থেকে সংগৃহীত অর্থের পুরোটাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করা হবে। মেয়র জানান, পুরসভার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালয়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনও ৫০ হাজার টাকা মেয়রের ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। ওই টাকাও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়বে।