• বাংলাদেশ সীমান্তে উদ্ধার ৪ চাইনিজ গোল্ডেন ফেজেন্ট
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্ত থেকে চারটি চাইনিজ গোল্ডেন ফেজেন্ট পাখি উদ্ধার করল বিএসএফ। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বিএসএফ জওয়ানরা স্বরূপনগরের আমুদিয়া এলাকায় কড়া নজরদারি শুরু করেন। সেই সময় বাংলাদেশ থেকে দু’জন চোরাকারবারি ওই পাখিগুলিকে ভারতে নিয়ে আসছিল। বিএসএফ জওয়ানদের দেখে তারা পালিয়ে যায়। ফেলে যায় একটি ব্যাগ। তার মধ্যে থেকেই বিএসএফ চারটি পাখি উদ্ধার করে। বিএসএফ জানিয়েছে, এই চাইনিজ গোল্ডেন ফেজেন্ট ভারতে পাওয়া যায় না। এই সোনালি তিতিরের আদি নিবাস পশ্চিম চীনের পাহাড়ি অঞ্চলের বনভূমিতে। উদ্ধার হওয়া পাখিগুলিকে বসিরহাটে বনদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)