• বেলুড়ে অ্যাসিড আক্রান্ত তরুণীর মৃত্যু হাসপাতালে
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হল বেলুড়ের অ্যাসিড আক্রান্ত তরুণীর। গত মঙ্গলবার রাতে এম আর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। গত ২১ আগস্ট রাতে বেলুড়ের ভোটবাগান এলাকায় বছর পঁচিশের এক তরুণী যখন ঘুমোচ্ছিলেন, তখন তাঁর উপর অ্যাসিড ছোড়ার অভিযোগ ওঠে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তর করা হয়। এক মাসেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। তদন্তে নেমে ২৭ আগস্ট তরুণীর বোন আফরিন খাতুনকে (২১) বাড়ি থেকে গ্রেপ্তার করে বেলুড় থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২১ আগস্ট গভীর রাতে ওই তরুণী যখন ঘুমোচ্ছিলেন, তখন ঘরের দেওয়ালের ঘুলঘুলি দিয়ে তাঁর গায়ে অ্যাসিড ছুড়ে দেয় আফরিন। তরুণীর গলা থেকে বুক পর্যন্ত প্রায় ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। নিত্যদিনের বচসা ও আক্রোশের জেরে দিদির উপর অ্যাসিড হামলার কথা স্বীকার করে নিয়েছে আফরিন। বাসনপত্র তৈরির একটি কারখানা থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসিড জোগাড় করেছিল সে। পুলিস জানিয়েছে, অভিযুক্ত তরুণী বর্তমানে জেল হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে।
  • Link to this news (বর্তমান)