• বাঁধের পাড়ে ত্রিপলের নীচেই আশ্রয় দুর্গতদের
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, খানাকুল: অনেকদিন আগে একতলা একটি পাকা বাড়ি বানিয়েছিলেন ষাটোর্ধ্ব গোবিন্দ পাত্র। গত বছর দোতলার কাজ শেষ করেছিলেন। পরিবার নিয়ে ভালোই কাটছিল। কিন্তু, কাল হল দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে যাওয়ায়। খানাকুলের তালিতে বাঁধ ভেঙে জলের স্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছে গোটা দোতলা বাড়িটাই। এখন সেই ধ্বংসস্তূপে পড়ে রয়েছে ইটের টুকরো, খাটের অংশ সহ কিছু ভাঙা সামগ্রী। আশ্রয়হীন পরিবারটির দিন কাটছে দ্বারকেশ্বর নদের বাঁধে। সেখান ত্রিপল খাটিয়ে অন্য দুর্গতদের সঙ্গে রয়েছেন তাঁরা। কবে বাড়ি ফিরবেন, তা কেউই জানেন না। দুর্গতদের বক্তব্য, আমাদের আর কোথাও জমি নেই। কোথায় ঘরবাড়ি হবে, কিছুই জানি না। সরকার সাহায্য না করলে হয়তো বাঁধের উপরেই দিন কাটাতে হবে। কিন্তু, এভাবে কতদিন? 


    হুগলির জেলাশাসক মুক্তা আর্য বলেন, যাঁদের কাঁচা ও পাকা বাড়ি ভেঙেছে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। পরিস্থিতির উন্নতি হলেই এব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। 


    খানাকুলের জগৎপুর, মারোখানা, ধান্যঘোরী প্রভৃতি পঞ্চায়েত এলাকায় এখনও জল জমে রয়েছে। উঁচু জায়গা থেকে জল অবশ্য সরে গিয়েছে। কিন্তু, বহু ঘরবাড়ি ভেঙে পড়ায় কেউ ত্রাণ শিবিরে, কেউ রাস্তায় ত্রিপল খাটিয়ে রয়েছেন। জেলাশাসক জানিয়েছেন, ‘টিউবওয়েল শোধনের কাজ চলছে। কৃষিজমিতেও যা ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব হচ্ছে। অঙ্গনওয়াড়ি ও স্কুলগুলিকেও পরিচ্ছন্ন করা হচ্ছে।’ 
  • Link to this news (বর্তমান)