• পুকুরে ডুবে দুই বন্ধুর মৃত্যু  
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে দুই ছাত্রের মৃত্যু হল। বুধবার দুপুরে আরামবাগ থানার তিরোল পঞ্চায়েতের মইগ্রামের ঘটনায় শোকের ছায়া নেমে আসে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম শান্তনু মাল(১৯) ও রাজীব মাল(১৬)। শান্তনু দ্বাদশ শ্রেণির ছাত্র। রাজীব দশম শ্রেণিতে পড়ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মইগ্রামের শান্তনু, রাজীব সহ চার বন্ধু গ্রামেরই একটি পুকুরে স্নান করতে নেমেছিল। দু’জন স্নান করে উঠে গেলেও শান্তনু ও রাজীব তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তা জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করেন। পুকুরে জাল ফেলেও উদ্ধারের চেষ্টা করা হয়। শেষপর্যন্ত আরামবাগ থানার পুলিস ও দমকল বাহিনী এসে তাদের উদ্ধার করে। সেখান থেকে তাদের আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দু’টি মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। ঘটনার জেরে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে। সন্তানদের হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন বাবা-মা। তাঁরা কথা বলার মতো অবস্থায় নেই।
  • Link to this news (বর্তমান)