রাজ্যের অনুদানের উপর ভরসা করেই পুজো করতে নামছে একাধিক কমিটি
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, উলুবেড়িয়া: ডিভিসির ছাড়া জলে প্লাবিত আমতা ২ ব্লকের দ্বীপাঞ্চল ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েত। বন্যায় ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের বাড়িঘর, ফসল। দ্বীপাঞ্চলের বাসিন্দারা চিন্তায় পড়েছিলেন, দুর্গাপুজো করার টাকা জোগাড় করা নিয়ে। যদিও তাঁদের সেই চিন্তা দূর করেছে রাজ্য সরকারের পুজো অনুদানের ৮৫ হাজার টাকা।
দ্বীপাঞ্চলের একাধিক পুজো কমিটি এই বছর এই অনুদানের উপর ভরসা করেই পুজোর আয়োজন শুরু করেছে। যেমন উত্তর ভাটোরা মাতৃ বন্দনা আমরা সবাই পুজো কমিটির সদস্য সৌমেন ঘোষ জানান, এমনিতে আমাদের এবার পুজোর বাজেট ছিল আড়াই লক্ষ টাকা। কিন্তু যেভাবে বন্যা হয়ে গেল, তাতে সেই বাজেটে পুজো করা যাবে না। তাই দিদি যে টাকাটা দিচ্ছেন, তার সঙ্গে কিছু টাকা যোগ করেই পুজো করতে হবে। এই বছর পরিস্থিতি খুব খারাপ। যদি দিদি এই টাকা না দিতেন, তাহলে হয়তো ঘট পুজোই করতে হতো আমাদের।
দ্বীপাঞ্চল কুলিয়ার রাখি সঙ্ঘেরও এক অবস্থা। এই পুজোর উদ্যোক্তাদের একজন ভাস্কর চৌধুরী জানান, আমাদের বাজেট ১ লক্ষ ২০ হাজার টাকা। তবে এবারে বন্যার যা পরিস্থিতি, তাতে সদস্যদের কাছ থেকে চাঁদা তুলে পুজো করাটা সমস্যার হতো। তাই রাজ্য সরকারের অনুদান পুজো করতে অনেকটাই কাজে লাগবে। অন্যদিকে, দক্ষিণ ভাটোরা সুভাষ স্পোর্টিং ক্লাবের পুজোর বাজেট দেড় লক্ষ টাকা। তারাও বন্যার সময়ে পুজোর আয়োজন নিয়ে চিন্তায়। গত বছরও তারা পুজো অনুদান পেয়েছিল।
পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে পার্থ হাজরা জানান, এবারও পুজো অনুদানের জন্য আবেদন জানানো হয়েছে। আশা করছি এবারও অনুদান পাব। আর ওই টাকা আমাদের অনেকটাই সাহায্য করবে।