• হাওড়ার বহুতলে মিটার বক্স থেকে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার দুপুরে হাওড়ার নেতাজি সুভাষ রোডের একটি বহুতল ফ্ল্যাটের মিটার বক্স থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন দুপুর ১২টা নাগাদ মিটার বক্সের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত হয়ে বহুতলের আবাসিকরা ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এলাকায়। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান। তবে এতে কেউ আহত হননি।
  • Link to this news (বর্তমান)