• কোর কমিটি উধাও, বোলপুরে তৃণমূলের পার্টি অফিস কেষ্টময়
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ইন্দ্রজিৎ রায়, বোলপুর: তিহারে দু’বছর জেলবন্দি থাকার পর মঙ্গলবার বোলপুরে নিজের বাড়ি ফিরেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি ফিরতে চলেছেন জানাজানি হতেই জেলায় রাজনৈতিক সমীকরণ কী হবে তা নিয়ে চর্চা চলছিল। তৃণমূলের অন্দরের ছবি যে বদলাতে চলেছে, ওইদিন তার আভাস পাওয়া গিয়েছিল।‌ বুধবার বোলপুরে তৃণমূলের পার্টি অফিস থেকে কোর কমিটির সদস্যদের ছবি সরানো হল। গোটা পার্টি অফিস ‘কেষ্টময়’। তিনি ফিরতেই সকাল থেকে সাজোসাজো রব ছিল বোলপুরের কোটি টাকার পার্টি অফিসে। ২৫ মাস পর এদিন দুপুরে সেই পার্টি অফিসে ফিরলেন অনুব্রত।


    সিবিআইয়ের হাতে অনুব্রতর গ্রেপ্তারের পর পার্টি অফিসে গুটিকয়েক অনুগামী ছাড়া অধিকাংশ নেতা-কর্মীর দেখা মিলত না। সেই অফিস এখন জমজমাট। একের পর এক অনুব্রতর ছবিতে পার্টি অফিস সাজিয়ে তোলা হয়েছে। কোর কমিটির সদস্যদের দাবি, দিনকয়েক আগে ঝড়-ঝঞ্ঝার কারণে পার্টি অফিসের গ্লোসাইন বোর্ড ভেঙে গিয়েছিল। তা সরিয়ে শুধুমাত্র নতুন করে লাগানো হয়েছে।‌ কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত ছাড়া অন্য কারও ছবি দেখা যায়নি। এনিয়ে শহরে জোর চর্চা শুরু হলেও মুখে কুলুপ জেলা নেতৃত্বের।


    গ্রেপ্তারের আগে পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্বের কাছে অনুব্রত মণ্ডলই ছিলেন সর্বেসর্বা। দলীয় গোষ্ঠীকোন্দল নজরে পড়লেই নিজস্ব কায়দায় তার সমাধান করতেন। ‌কিন্তু গোরু পাচার মামলায় তাঁর গ্রেপ্তারের পরই সেই ছবি বদলাতে শুরু করে। দলের অভিভাবক জেলবন্দি হতেই দিশাহারা হয়ে পড়েন তাঁর অনুগামীরা। এইসময় নানুরের দাপুটে নেতা কাজল শেখের উত্থান হতে থাকে। তবে অনুব্রতর অনুপস্থিতির বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে রাজ্য নেতৃত্ব। ‌তড়িঘড়ি বীরভূমের দায়িত্ব নেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এরপর জেলার শীর্ষ নেতৃত্বকে নিয়ে তৈরি করেন কোর কমিটি। সেই কমিটিতে উল্লেখযোগ্য ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী সহ জেলার দুই সাংসদ। পরবর্তীতে কোর কমিটিতে কাজল শেখকেও অন্তর্ভুক্ত করা হয়। সদস্য সংখ্যা দাঁড়ায় পাঁচজনে। তারপর থেকে গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন সামলেছেন এই কমিটির সদস্যরা। তবে দল ঐক্যবদ্ধ থাকলেও অনুব্রত অনুগামীরা কিছুটা হলেও কোণঠাসা ছিলেন। কেষ্ট ফিরতেই সেই ছবি বদলে গেল। তাঁর বিভিন্ন সময়ের ছবি গ্লো সাইনবোর্ড করে কার্যালয়ের দেওয়ালে সাজানো হয়েছে। এমনকী, মূল ফটকেও কোর কমিটির সদস্যদের ছবি বাদ দিয়ে অনুব্রতকে প্রাধান্য দেওয়া হয়েছে। যদিও বিষয়টি একেবারেই কাকতলীয়, এর মধ্যে কোনও রাজনীতি নেই, এমনই ব্যাখ্যা কোর কমিটির এক সদস্যের। তাঁর কথায়, দিন কয়েক আগে ঝড়ে গ্লোসাইন বোর্ডটি ভেঙে গিয়েছিল। সেটিই নতুন করে লাগানো হয়েছে। 


    ২৫ মাস পর এদিন বিকেলে বোলপুরের পার্টি অফিসে পা রাখেন অনুব্রত। তিনি ঢুকতেই দলীয় কর্মীদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়। তবে এদিন কোর কমিটির সব সদস্যকে দেখা গেলেও কাজল শেখ গরহাজির ছিলেন। বোলপুরের সাংসদ অসিত মাল বলেন, কেতুগ্রামে এক তৃণমূল নেতা দূরারোগ্য রোগে আক্রান্ত। তাঁকে দেখতে গিয়েছেন কাজল। জেলা পরিষদের সভাধিপতি দ্রুত দলীয় বৈঠকে যোগ দেবেন বলে আমি আশাবাদী।
  • Link to this news (বর্তমান)