• হাইকোর্টের নির্দেশে রানিনগরের ৭ অবৈধ দোকান ভাঙল প্রশাসন
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ডোমকল: হাইকোর্টের নির্দেশে রানিনগরের শেখপাড়ায় সাতটি অবৈধ দোকান ভাঙল প্রশাসন। শেখপাড়া বাজারে পিডব্লুডির জায়গা দখল করে বানানো হয়েছিল দোকানগুলি। বুধবার দুপুরে রানিনগর থানার বিশাল পুলিস বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় দোকানগুলি। ওই দোকানগুলির পিছনের জমির পাঁচ মালিকের করা পিটিশনের ভিত্তিতে মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে ওই সাতটি দোকান ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। এদিন আদালতের নির্দেশে ভূমিদপ্তর ও বিভিন্ন মহলের একাধিক প্রশাসনিক আধিকারিকের উপস্থিতিতে দোকানগুলি ভাঙার কাজ শুরু হয়। দোকান ভাঙা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছিল রানিনগর থানার বিশাল পুলিস বাহিনী। 


    স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েক দশক আগে পিডব্লুডির জায়গা বেদখল করে দোকান তৈরি করেছিল ওই এলাকার কয়েকজন। পিডব্লুডির জমি দখল করে দোকান করায় যাতায়াতে সমস্যা হচ্ছিল দোকানগুলির পিছনের জমির মালিকদের। প্রায় বছর তিনেক আগে ওই জমির মালিকরা দোকানগুলিকে সরানোর জন্য আদালতের দ্বারস্থ হন। পরে হাইকোর্টের নির্দেশে ওই জমি খালি করার নির্দেশ দেওয়া হয়। বুধবার সেই মামলার রায়ের প্রেক্ষিতে আদালতের নির্দেশে রানিনগর থানার বিশাল পুলিস বাহিনীর উপস্থিতিতে দোকানগুলি ভাঙার কাজ শুরু হয়। 


    মামলাকারী এমদাদুল হক বলেন, ওরা অনেকদিন ধরে আমার বাড়ির সামনে দোকান করেছিল। সেই জন্য যাতায়াতে আমাদের সমস্যার সৃষ্টি হয়েছিল। ২০২১সালে এই জন্য আমি হাইকোর্টের গিয়েছিলাম। আদালত আমার মামলার পরিপ্রেক্ষিতে দোকানগুলি ভাঙার নির্দেশ দেয়। এই জন্য আমি খুশি। এবিষয়ে ক্ষতিগ্রস্ত দোকানঘর মালিকরা কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। পুলিসের এক আধিকারিক বলেন, আদালতের নির্দেশ মেনেই ওই জায়গায় অবৈধ দোকানগুলিকে ভেঙে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)