সংবাদদাতা, রামপুরহাট: রাস্তা নয়, যেন পুকুর। আর তাই বেহাল রাস্তায় জমা জলে ছিপ ফেলে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানালেন স্থানীয়রা। ঘটনাটি মুরারই বাজার এলাকার। স্থানীয় মানুষের অভিযোগ, এই রাস্তার উপর দিয়ে ওভারলোডেড গাড়ি যাতায়াত করায় রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত। নিম্নচাপের জেরে বৃষ্টিতে সেই খানাখন্দে জল জমে ডোবার আকার নিয়েছে। তাই রাস্তার মাঝে তৈরি গর্তে জমা জলে ছিপ দিয়ে মাছ ধরে অভিনব কৌশলে প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্থানীয় মানুষ। তাঁদের আরও অভিযোগ, বেহাল রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুরারই থেকে ঝাড়খণ্ড সীমানা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিমি রাস্তা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। এটুকু পথ পেরতে যানবাহনের ঘণ্টা দেড়েক সময় লেগে যাচ্ছে। তার মধ্যে মুরারইয়ের বেগুনমোড় থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার মাঝে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় সেই গর্ত ডোবার আকার নিয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, সব থেকে সমস্যায় পড়তে হচ্ছে প্রসূতি মায়েদের। ভাঙাচোরা রাস্তায় বিপদের ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। এই রাস্তার উপর দিয়ে শতাধিক গ্রামের মানুষ ও স্কুল কলেজের পডুয়াদের যাতায়াত। অন্যদিকে টোটো চালকরা বলেন, প্রায়ই টোটো উল্টে যাচ্ছে। প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়রা বলেন, এর আগে দু’বার তুলনামূলক একই পরিস্থিতি হয়েছিল রাস্তাটির। দু’বারই খানাখন্দ মোরামত করে দেয় পিডব্লুডি। কিন্তু অল্প সময়ের মধ্যেই রাস্তাটি পৃর্বের অবস্থায় ফেরে। তাই আর খানাখন্দ মেরামত নয়, রাস্তাটির স্থায়ী সংস্কার করার দাবি তুলেছেন তাঁরা।
এরই মধ্যে এদিন দেখা গেল কয়েকজন যুবক খানাখন্দে ছিপ ফেলে অভিনব প্রতিবাদে শামিল হয়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছে।
যদিও এব্যাপারে পিডব্লুডির জেলা এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ বড়াইকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে মুরারই ১ ব্লকের বিডিও বীরেন্দর অধিকারী বলেন, কয়েক লক্ষ টাকা ব্যয়ে পিডব্লুডি রাস্তার খানাখন্দ ভরাটের কাজ করছিল। কিন্তু স্থায়ী সংস্কারের দাবি তুলে সেই কাজ আটকে দিয়েছেন এলাকার মানুষ। এদিন বৃষ্টি হওয়ায় এই খানাখন্দে জল জমেছে। তিনি বলেন, স্থায়ী সংস্কারের জন্য বললেই হয় না, টাকা লাগে। তাই পিডব্লুডির পক্ষ থেকে ওই রাস্তার দু’দিকে নালা ও স্থায়ী সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তবে আপাতত খানাখন্দ ভরাটের জন্য পিডব্লুডি প্রস্তুত রয়েছে।