• এবার পুজোয় হিট ‘গুগল’ হেয়ারকাটিং, ২৮০ টাকা রেটে চুল কাটাতে ভিড়
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কান্দি: দুর্গাপুজোর প্রায় দুই সপ্তাহ আগে থেকেই কান্দির সেলুনগুলিতে উপচে পড়ছে ভিড়। চলছে বিভিন্ন স্টাইলের হেয়ার কাটিং। এরমধ্যে গুগল সার্চিং হেয়ার কাটিং বাজার দখল করলেও সম্প্রতি লঞ্চ হয়েছে জাস্টিস হেয়ার কাটিং। সেলুন মালিকদের মতে এবছর জাস্টিস হেয়ার কাটিং পুজোর বাজার দখল করবে।


    পুজো উপলক্ষ্যে কান্দি শহরে ইতিমধ্যে কাপড়ের দোকান গুলিতে ব্যাপক ভিড় হচ্ছে। পাশাপাশি স্টেশনারি দোকানেও মহিলারা ভিড় জমাচ্ছেন। তার সঙ্গে পাল্লা দিয়ে এবার সেলুনেও চুল কাটার জন্য রীতিমতো লাইন পড়ে যাচ্ছে। শহরে শতাধিক সেলুন থাকলেও কয়েকটি শীততাপ নিয়ন্ত্রিত উচ্চমানের সেলুন রয়েছে। এই উচ্চমানের সেলুনগুলিতে যুবকরা ভিড় করেন। এখানে হেয়ার কাটিংয়ের বাজার দরও অন্যদের থেকে অনেকটা বেশি। সেখানে ইচ্ছেমতন হেয়ার কাটিং করা যায়।


    কান্দি স্টেট ব্যাঙ্কের কাছে সেলুন মালিক মহম্মদ আব্বাস বলেন, পুজোর বাজার শুরু হয়েছে কয়েকদিন আগেই। বিভিন্ন জন বিভিন্ন স্টাইলের হেয়ার কাটিং করছেন। অনেকে গুগল সার্চিং হেয়ার কাটিং করছেন। তবে সম্প্রতি লঞ্চ হয়েছে জাস্টিস হেয়ার কাটিং। এই হেয়ার কাটিং যুবকদের মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। অনেকেই জাস্টিস হেয়ার কাটিং পছন্দ করছেন। আশা করছি এবারের পুজোতে জাস্টিস হেয়ার কাটিং বাজার দখল করবে।


    কান্দি বিশ্রামতলার সেলুনকর্মি শুভম খান বলেন, গুগল হেয়ার কাটিং এর দর ২৮০ টাকা হলেও জাস্টিস হেয়ার কাটিংয়ে ৩২০ টাকা লাগছে। তবুও অনেকে জাস্টিস হেয়ার কাটিং চাইছেন। তবে এখনও শহরের কম খরচের সেলুনগুলিতে জাস্টিস হেয়ার কাটিং শুরু হয়নি। সেখানে ওই স্টাইলের হেয়ার কাটিং শুরু হলেই এর দর নীচের দিকে পড়বে বলে জানাচ্ছেন শহরের যুবকদের একাংশ। কান্দি রাধাবাজার এলাকার যুবক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন, দামি সেলুনগুলি কোনো স্টাইল নিয়ে আসার পর কিছুদিনের মধ্যেই কম দামের সেলুনগুলিতে ওই স্টাইলে চুল কাটা যায়। তখন দর নীচের দিকে পড়তে থাকে। ৩২০ টাকা দরে হেয়ার স্টাইল ৮০ টাকাতে কাটা যায়। জাস্টিস হেয়ার কাটিংয়ের ক্ষেত্রেও একই ব্যাপার দাঁড়াবে। শুধু অপেক্ষা।


    কান্দি থানার মোড় এলাকার সেলুন মালিক বাসু দাস বলেন, পুজোর বাজার সপ্তাহখানেক শুরু হয়েছে। বেশিরভাগ চাইছেন গুগল সার্চিং করে চুল কাটতে। তবে জাস্টিস হেয়ার কাটিংয়ের কথা আলোচনাও হচ্ছে। কেউ চাইলে ওই স্টাইলেও চুল কাটতে পারবেন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)