• আসানসোলে গাড়িতে আগুন
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বুধবার সকালে আসানসোলে প্রসূতিকে নিয়ে আসা একটি চারচাকা গাড়িতে আচমকা আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আসানসোল জেলা হাসপাতালের অদূরে রামসায়র ময়দানের কাছে এসবি গড়াই রোডে ওই গাড়িটিতে আগুন ধরে। বারাবনির গৌরাণ্ডি এলাকা থেকে গাড়ি আসছিল। গাড়িতে প্রসূতির পাশাপাশি একজন স্বাস্থ্যকর্মী ও চালক ছিলেন। চালক গাড়ির সামনে থেকে আগুন দেখতে পান। কোনওরকমে তিনি গাড়ি থেকে বের হন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)