সংবাদদাতা, সিউড়ি: অপটু হাতেই সাজানো হচ্ছে মণ্ডপ। এর আগে বড় কোনও পুজো মণ্ডপের সজ্জার কাজে হাত লাগায়নি সেই খুদে শিল্পীরা। তাই তাদের হস্তশিল্পে উৎসাহ দিতে দুর্গাপুজো মণ্ডপ সজ্জা তৈরির সুযোগ দিয়েছে সাঁইথিয়া অগ্রণী সমাজ সর্বজনীন দুর্গাপুজো কমিটি। অন্যদিকে সিউড়ি দত্তপুকুর পাড়ায় চৌরঙ্গী সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের থিমের প্রতিমা তৈরির করছেন এক কলেজ পড়ুয়া মনোজ সাধু। তিনিও এই প্রথম কোনও পুজো কমিটিতে প্রতিমা তৈরির কাজ পেয়েছেন।
সাঁইথিয়া অগ্রণী সমাজ পুজো কমিটির উদ্যোগে থিম তৈরি করা হচ্ছে শশীশেখর। সেই থিমের আয়োজন করতে গিয়ে পুজো প্যান্ডেলে বিভিন্ন দিকে শিল্পীদের আঁকা নানা ক্যানভাস চিত্র ঝোলানো হবে। আর সেই ক্যানভাসগুলি নিজেদের হাতে এঁকে তৈরি করছেন সাঁইথিয়া শহরের বাসিন্দা বেশ কয়েকজন খুদে শিল্পী। ইতিপূর্বে এই শিল্পীরা কখনওই এমন সর্বজনীন দুর্গাপুজোতে নিজের শিল্পকলা প্রদর্শনের সুযোগ পাননি। তাই প্রথমবার এত বড় দায়িত্ব পালনে তারা বেশ খুশি বলে জানায়। শহরের বাসিন্দা সৌভিক সাহা, প্রিয়াঙ্কা দে, শুভশ্রী স্বর্ণকার সহ আরও অনেকে এই হস্তশিল্পের কাজগুলি করছেন। তাদের বয়স ৮ বছর থেকে ১৫ বছরের মধ্যে। শিল্পীরা বলে, পুজো মণ্ডপ সাজানোর জন্য এমন বড় ধরনের কাজ আগে কখনও করিনি। তাই প্রথম দিকে একটু ভয় হলেও এখন খুবই ভালো লাগছে কাজ করতে। ক্লাবের বড়রা আমাদের খুবই সাহায্য করছেন।
অন্যদিকে, সিউড়ি চৌরঙ্গী ক্লাবের এবারের পুজোর থিম ‘দুর্গা দর্পণ’। সাধারণ সাবেকি প্রতিমা থেকে বেশ কিছুটা আলাদাভাবে তৈরি করা হচ্ছে আর্টের এই দুর্গাপ্রতিমা। জানা গেছে, এই প্রতিমা তৈরি করছেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মনোজ সাধু। তাঁর বাড়ি সিউড়ি বাজার পাড়া এলাকায়। তিনি জানান, স্থানীয় আরও একটি সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে এই মৃৎশিল্পের কাজ শিখেছেন তিনি। তারপর নিজের উদ্যোগে বাড়িতে একটু একটু করে বিভিন্ন প্রতিমা গড়তে গড়তে অবশেষে চৌরঙ্গী সর্বজনীন পুজো মণ্ডপে প্রতিমা তৈরির ডাক আসে এই পড়ুয়া শিল্পীর। শিল্পী বলেন, প্রথমবার সর্বজনীন পুজো মণ্ডপে প্রতিমা তৈরির কাজ করছি। খুবই ভালো লাগছে। চেষ্টা করছি এই প্রতিমা যাতে মানুষের মন কেড়ে নেয়। -নিজস্ব চিত্র