সুপার ডিভিশনের খেলায় জয়ী এরিয়ান ক্লাব
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগে বি-গ্রুপের খেলায় বুধবার জয়ী হয়েছে এরিয়ান ক্লাব। এদিন গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের মাঠে তারা ৩-০ গোলে অআকখ কালচারাল ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের হয়ে ফুরগল মুর্মু, মার্শাল মুর্মু ও কার্তিক আঁকুড়ে গোল করেন। এদিকে জেলা ক্রীড়া সংস্থার তরফে দ্বিতীয় ডিভিশনের পরিত্যক্ত ও বাতিল ম্যাচে ক্রীড়াসূচি বুধবার ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী ১ অক্টোবর শ্রমিক কল্যাণ কেন্দ্রের মাঠে মুখোমুখি হবে সুকান্ত পাঠচক্র ও দুর্গাপুর শান্তি স্পোর্টিং ক্লাব। ৫ অক্টোবর একই মাঠে আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাব খেলবে ভিড়িঙ্গি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। সেদিনই এমএএমসি মাঠে মুখোমুখি হবে দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন ও সুকান্ত পাঠচক্র। একই দিনে বি-জোন বয়েজ স্কুলের মাঠে শোভাপুর এএসএস খেলবে ক্লাব ঐক্যতানের বিরুদ্ধে।
Link to this news (বর্তমান)