সংবাদদাতা, মানকর: কাঁকসায় তিনটি মাটিবোঝাই ট্রাক্টর ও একটি জেসিবি বাজেয়াপ্ত করা হয়েছে। অবৈধভাবে মাটি পরিবহণ বন্ধের দাবিতে গোপালপুরের বাসিন্দারা পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন। পঞ্চায়েতের পক্ষ থেকে কাঁকসা বিএলএলআরও দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিযোগ পেয়েই ব্যবস্থা নিল দপ্তর।
গোপালপুর পশ্চিমপাড়ার বাসিন্দারা পঞ্চায়েতে একটি অভিযোগপত্র জমা দেন। এলাকার বাসিন্দা প্রবাল রজক, অনুপ দত্তরা অভিযোগ করে জানান, গোপালপুর-বাঁশকোপা রাস্তা থেকে বামুনাড়া পর্যন্ত অবৈধভাবে ডাম্পার ও ট্রাক্টরের মাধ্যমে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এলাকার বাসিন্দারা প্রায়ই দুর্ঘটনার মুখে পড়েন। অভিযোগ পেয়েই পঞ্চায়েতের পক্ষ থেকে কাঁকসা বিএলআরও দপ্তরে লিখিতভাবে জানানো হয়। অভিযানে নেমে দপ্তরের আধিকারিকরা তিনটি ট্রাক্টর ও একটি জেসিবি উদ্ধার করেন। এদিন মাটি ছাড়াও দু’টি বালির ট্রাক্টরও আটক করা হয়েছে। বিএলআরও মঞ্জু কাঞ্জিলাল বলেন, অভিযোগ পাওয়ামাত্রই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। - নিজস্ব চিত্র