নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার ৯৭টি পুজো কমিটির হাতে রাজ্য সরকারের অনুদানের চেক তুলে দেওয়া হল। বুধবার হরিহরপাড়া থানায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, ডিএসপি(হেড কোয়ার্টার) তমালকুমার বিশ্বাস প্রমুখ। অন্যদিকে এদিন সন্ধ্যায় দৌলতাবাদ থানায় এলাকার ১৯টি পুজো কমিটির সদস্যদের হাতেও অনুদানের চেক তুলে দেওয়া হয়। সেখানেও হাজির ছিলেন সাংসদ এবং ডিএসপি সহ অন্যান্যরা। সাংসদ বলেন, দু’টি থানায় এলাকায় আমরা পুজো উদ্যোক্তাদের হাতে চেক তুলে দিয়েছি। পুজোগুলি যাতে ভালোভাবে হয় সেজন্য অনুদান বাড়িয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী। পুজো উদ্যোক্তারা সকলেই খুশি। ডিএসপি বলেন, হরিহরপাড়া থানা এলাকায় মোট ৯৭টি পুজো উদ্যোক্তা চেক পাবেন। এদিন ৯৫জনকে চেক দেওয়া হয়েছে। দু’টি চেকে সামান্য সমস্যা থাকায় সেগুলি ফের সংশোধন করে দিয়ে দেওয়া হবে। দৌলতাবাদ থানা এলাকার পুজো কমিটিগুলিকেও এদিন চেক দেওয়া হয়। পুজো উদ্যোক্তারা এদিন চেক পেয়ে খুবই খুশি। কেউ কেউ বলেন, আমরা অনেকদিন থেকে অপেক্ষায় ছিলাম। কবে চেক পাব, সেটা জানার জন্য থানায় এসে খোঁজ খবরও নিয়েছি। এই টাকা পাওয়াতে পুজোর আয়োজনে সুবিধা হবে। মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই।