দু'সপ্তাহে জলপাইগুড়িতে ছ'টি বড় ঘটনায় দোষীদের সাজা, তদন্তকারী অফিসারদের পুরস্কৃত করল জেলা পুলিস
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে ছ'টি বড় ঘটনায় অভিযুক্তরা দু'সপ্তাহের মধ্যে আদালতে দোষী সাব্যস্ত হল। এই প্রেক্ষিতে তদন্তকারী অফিসারদের পুরস্কৃত করল জেলা পুলিস। একইসঙ্গে বুধবার জেলা পুলিস লাইনে বিশেষ সেশনের আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় তদন্তকারী পুলিস অফিসারদের সঙ্গে সরকারি আইনজীবীদের আরও বেশি করে সমন্বয় সাধন।
গত ১৫ দিনে জলপাইগুড়িতে যে ছ'টি ঘটনায় অভিযুক্তরা দোষী সাব্যস্ত হয়েছে তার মধ্যে রয়েছে দু'টি খুনের মামলা। উভয় মামলাতেই অভিযুক্তদের যাবজ্জীবন সাজা ও জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও রয়েছে দু'টি পকসো মামলা। ওই দুটি মামলায় অভিযুক্তদের ২৫ বছরের জেল এবং জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও রয়েছে অ্যাসিড হামলার মামলাও। ওই মামলায় অভিযুক্তকে ১৫ বছরের জেল এবং জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। সর্বশেষ একটি ডাকাতি ও খুনের মামলায় ফাঁসির সাজা হয়েছে। এই মামলাগুলিতে যে সমস্ত তদন্তকারী অফিসার ছিলেন বুধবার জেলা পুলিসের তরফে তাঁদের পুরস্কৃত করা হয়।
পুরস্কৃত হয়েছেন এসআই বিনয় যাদব, মহিলা এসআই উপাসনা গুরুং, এসআই কুশাং টি লেপচা ও এসআই তেনজিং ভুটিয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত সহ জেলা পুলিসের কর্তারা। এছাড়াও জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবীরাও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।