একটানা বৃষ্টিতে স্বস্তি গৌড়বঙ্গের তিন জেলায়, কমলা ও হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: লাগাতার ঝিরঝিরে বৃষ্টি। ঠাণ্ডা হাওয়ায় স্বস্তির আমেজ মালদহ, উত্তর ও দিনাজপুর জেলায়। টানা কয়েকদিন দাবদাহের পর মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হয় গৌড়বঙ্গের জেলাগুলিতে। বুধবারও সেই রেশ বজায় থাকল। আবহাওয়া দপ্তর আজ, বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে কমলা ও শুক্রবার হলুদ সতর্কতা জারি করেছে। একইভাবে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে আজ বৃহস্পতিবার ও শুক্রবার হলুদ সতর্কতা জারি রয়েছে। ফলে আপাতত স্বস্তিদায়ক এই আবহাওয়া বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
বৃষ্টিতে স্বস্তি মিললেও রায়গঞ্জ শহর ও উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে জল জমে সমস্যা তৈরি হয়েছে। রায়গঞ্জ পুর এলাকার বেশকিছু ভাঙাচোরা রাস্তায় জল জমে যায়। নর্দমার উপচে জল রাস্তায় উঠে আসে। তারপরেও শহরবাসীর অনেকে চান, এমন আবহাওয়া যেন এখনই বদল না হয়। সিকিম আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে কমলা ও শুক্রবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতি ও শুক্রবার হলুদ সতর্কতা রয়েছে। তাপমাত্রা দু’এক ডিগ্রি কমতে পারে।
মালদহেও বুধবার দফায় দফায় সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত জেলায় মাত্র ৩.৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া দপ্তরের আধিকারিক তপন কুমার দাস জানিয়েছেন, শনিবার পর্যন্ত তিনদিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন মালদহ সদর ও চাঁচল মহকুমার বিভিন্ন স্থানে কয়েক পশলা বৃষ্টি হওয়ায় তীব্র দাবদাহের হাত থেকে কিছুটা রেহাই মিলেছে।
দক্ষিণ দিনাজপুর জেলাতেও এদিন দফায় দফায় বৃষ্টিপাত হওয়ায় সেভাবে সুর্যের দেখা মেলেনি। বালুরঘাট মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, বুধবার কয়েক দফায় প্রায় ১৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর বলেন, আমাদের জেলায় বৃষ্টির অনেকটা ঘাটতি ছিল। এখন সেটা পূরণ হচ্ছে। ২৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। ( ইংলিশবাজারে বৃষ্টি।-নিজস্ব চিত্র)