• বৃষ্টিতে রাস্তার সংস্কার বন্ধ, পুরসভাকে তোপ বিরোধীদের
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট শহরে অনেক রাস্তার বেহাল দশা হয়েছিল। পুজোর আগে সেগুলি সংস্কারে হাত লাগিয়েছিল পুরসভা। কিন্তু মাত্র দু’দিন কাজ হওয়ার পর আপাতত বন্ধ করে দিতে হল। কারণ সংস্কারের কাজে হাত দিতেই জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। মঙ্গলবার থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন একই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কাজেই পুজোর আগে সব রাস্তা সংস্কার হওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। পুরসভার বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধী নেতারা।


    বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, পুজোর আগে  আমরা শহরজুড়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করলেও বৃষ্টির জন্য বন্ধ রাখতে হয়েছে। চিন্তার কিছু নেই। সময়ে সব কাজ হয়ে যাবে।


    খিদিরপুরের বাসিন্দা সুমন রায়ের দাবি, আমাদের এলাকার রাস্তা একেবারেই খারাপ। আরও আগে সংস্কার করতে হত। পুজোর আগে বৃষ্টি যদি না থামে, তাহলে এই রাস্তা সংস্কার আর সম্ভব নয়। 


    বেহাল রাস্তা সংস্কারের জন্য পুরসভা এক কোটি টকা বরাদ্দ করেছিল। টেন্ডার হওয়ার পর গত সোমবার রাস্তাগুলির কাজ শুরু হয়। শহরের ২৫টি ওয়ার্ডকে ৭ টি জোনে ভাগ করে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 


    বেহাল রাস্তা নিয়ে বিরোধীরাও ক্ষোভ প্রকাশ করেছে। আরএসপির জেলা কমিটির সদস্য প্রলয় ঘোষ বলেন, পুরসভার বর্তমান বোর্ড অকর্মণ্য। এতদিন ভোগান্তির পর পুজোর আগে রাস্তা সারাই করার খেয়াল হয়েছে।


    বিজেপির টাউন মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্তর মন্তব্য, শহরবাসীকে কোনও পরিষেবা দিতে পারে না এরা। এতদিন কাজ করতে পারেনি, বৃষ্টির মধ্যে সংস্কারের নাটক দেখাচ্ছে। কোনও কাজ করবে না এরা।
  • Link to this news (বর্তমান)