স্কুলে গিয়ে ছাত্রদের সমস্যা শুনলেন বিদ্যালয় পরিদর্শক
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, পুরাতন মালদহ: ‘আগে স্কুলে আসনি কেন?’ ‘কী কারণে অনুপস্থিত ছিলে?’ ‘যিনি ক্লাস নিচ্ছেন তাঁর নাম জানো?’ পুরাতন মালদহ শহরের কালাচাঁদ হাইস্কুলে বিশেষ পরির্দশনে এসে এভাবে নানা প্রশ্ন করে পড়ুয়াদের খোঁজখবর নিলেন মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ। বুধবার তিনি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একাধিক ক্লাসরুম ঘুরে দেখেন। বেশিরভাগ ক্লাসে পড়ুয়াদের উপস্থিতি কম থাকায় রেজিস্টার খাতা দেখতে চান বিদ্যালয় পরিদর্শক। খাতায় দেখেন, চলতি মাসে অনেক পড়ুয়া স্কুলে আসেনি।
পড়ুয়াদের উপস্থিতির হার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিদ্যালয় পরিদর্শক। সরাসরি নাম ধরে পড়ুয়াদের কাছে অনুপস্থিতির কারণ জানতে চান। প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস বলেন, এদিন বৃষ্টির কারণে পড়ুয়া কম এসেছে। স্কুলের একাধিক সমস্যাও শোনেন বিদ্যালয় পরিদর্শক। পড়ুয়াদের অভিযোগ, স্কুলের শৌচালয়ে জল সবসময় পাওয়া যায় না। স্কুলে পর্যাপ্ত ফ্যানও নেই। কিছু ঘরে লাইট নেই।
বিদ্যালয় পরিদর্শক জানান, বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্কুলে স্কুলে বিশেষ পরিদর্শন চলবে। এদিন এই স্কুলে গিয়েছিলাম। পড়ুয়ারা কতটা শিখল, ঠিকমতো স্কুল আসছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন, আমাদের আরও শৌচালয় দরকার।
এদিন গাজোল গার্লস, পাঁচপাড়া প্রাথমিক, পাঁচপাড়া জুনিয়র হাই স্কুল এবং গাজোল শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন পরির্দশন করা হয়। বেশ কিছু স্কুলে অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত রায় ক্লাস নেন এবং মিড ডে মিল খতিয়ে দেখেন। অবর বিদ্যালয় পরিদর্শক বলেন, মিড ডে মিল ঠিক আছে। পড়াশোনায় আরও জোর দিতে হবে। - নিজস্ব চিত্র