বিয়ে করার আবদারে হাইটেনশন টাওয়ারে যুবক, ফালাকাটায় চাঞ্চল্য
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, ফালাকাটা: বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, বাড়ির লোক রাজি হয়নি। তাই বুধবার সাতসকালে বাড়ি থেকে বেরিয়ে কয়েক কিমি দূরে হাইটেনশন টাওয়ারে উঠে পড়েন তিনি। যুবকের কর্মকাণ্ড দেখতে সকালে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় শতশত লোক ভিড় করে ফালাকাটা ব্লকের ধনিরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের দেওমালির ভাটিয়াপাড়ায়। ঘটনাস্থলে আসেন পুলিস ও দমকল কর্মীরা। যুবককে নানাভাবে বোঝান পুলিস কর্মীরা। প্রায় দুই ঘণ্টা পর যুবক নীচে নেমে আসেন। পরে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিস জানিয়েছে, ওই যুবকের নাম বিপ্লব রায়।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম, বুলবুল আলম বলেন, সকাল সাড়ে ৬টা নাগাদ দেখি এক যুবক হাইটেনশন টাওয়ারে উঠছেন। তাঁকে আমরা নামতে বলেও কোনও কথা তোয়াক্কা না করে বিদ্যুতের তারের উপর চড়ে বসেন। তবে বিদ্যুৎ না থাকায় বেঁচে যান। আমরাই জটেশ্বর ফাঁড়ির পুলিসকে খবর দেই। পুলিস ও ধূপগুড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে ওই যুবককে নামানোর চেষ্টা করলেও তিনি অনড় থাকেন। উপর থেকেই বলেন, বিয়ে করবেন। বাড়ির লোকের মত নেই। পুলিস কর্মীরা নানাভাবে আশ্বস্ত করার পর তিনি নীচে নেমে আসেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুরতচন্দ্র রায় বলেন, যুবকের বাড়ি বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা-১ পঞ্চায়েতের প্রধানপাড়ায়। ছেলেটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যুবকের বাবা ভবেশ্বর রায় ও মা পার্বতী রায় বলেন, ছেলের মানসিক সমস্যা রয়েছে। কিছুদিন থেকে ওর চিকিৎসা চলছে। কিন্তু, ও এভাবে বিদ্যুতের টাওয়ারের উপরে উঠে যাবে ভাবতেই পারিনি। জটেশ্বর ফাঁড়ির ওসি অসীম মজুমদার জানিয়েছেন, যুবককে অক্ষত অবস্থায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। (পুলিস ও দমকল কর্মীরা নামিয়ে আনছেন যুবককে।-নিজস্ব চিত্র)