ঝড়ে ভাঙল বাড়ি, দম্পতিকে রক্ষা পুলিসের টহলদারি দলের
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মঙ্গলবার রাতে আশ্বিনের ঝড়ে ভেঙে পড়ল এক দিনমজুরের কাঁচা বাড়ি। ঘরে চাপা পড়ে আহত হয়েছেন দম্পতি। রাতে টহলরত পুলিসের চেষ্টায় তাঁরা প্রাণে বেঁচে যান। জখম দম্পতিকে উদ্ধার করে রাতেই কুশিদা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের নাম আনন্দ দাস ও ভাগো দাস।
মঙ্গলবার রাত থেকে হরিশ্চন্দ্রপুরের কাপাইচণ্ডী হরিজন পাড়ায় শুরু হয় ঝড়। সেই ঝড়ে রাতেই একমাত্র কাঁচা বাড়ি ভেঙে চাপা পড়ে যান ষাটোর্ধ্ব আনন্দ। সঙ্গে ছিল তাঁর স্ত্রী ও নাতনি। হরিশ্চন্দ্রপুর থানার টহলরত পুলিস ও সিভিকরা ওই পাড়ায় ছুটে এসে টালির চাল সরিয়ে আনন্দদের উদ্ধার করেন।
আহত আনন্দ বলেন, বাঁশের খুঁটি ও টালির ছাউনি দেওয়া ঘরটি ঝড়ে হঠাত্ আমাদের উপরে ভেঙে পড়ে। আমি ও আমার স্ত্রী আহত হয়েছি। নাতনির তেমন কিছু হয়নি। তবে একটি ছাগল মারা গিয়েছে।
ঝড়ে মাথা গোঁজার ঘরটুকুও ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন বৃদ্ধ আনন্দ। তাঁর কথায়, আশ্রয় বলতে টালির ঘরটাই ছিল। ঝড়ে সেটাও ভেঙে গেল। এখন বাড়ি তৈরির জন্য টাকা কোথায় পাব? বড় সমস্যায় পড়ে গেলাম।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছে ব্লক প্রশাসন। হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, পরিবারটিকে পলিথিন ও কাপড় দিয়ে সাহায্য করা হয়েছে। এছাড়াও স্পেশাল জিআরের চাল দেওয়া হয়েছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করেন জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। তিনি বলেন, পরিবারটি যাতে সমস্ত রকমের সরকারি সাহায্য পায়, সেটা প্রশাসনকে জানাব। পরিবারটির একটি পাকা ঘরের প্রয়োজন রয়েছে। জেলাশাসককে আবেদন করব। বিডিও বলেন, আবাস যোজনা তালিকায় পরিবারটির নাম রয়েছে কি না, তা খোঁজ নিয়ে দেখছি। - নিজস্ব চিত্র।