• ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আনন্দ  চন্দ্র কলেজ
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ড আয়োজিত আন্তঃ কলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ। একক ও দলগত দু’টি বিভাগেই সেরার শিরোপা অর্জন করেছেন এই কলেজের পড়ুয়ারা। কলেজের অধ্যক্ষ দেবাশিস দাস জানিয়েছেন, ফাইনালে দার্জিলিংয়ের সেন্ট জোসেফ কলেজকে হারিয়ে এককভাবে চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের কলেজের ছাত্র দেব যোশি। দলগত বিভাগেও চ্যাম্পিয়ন ট্রফি এসেছে আমাদের ঝুলিতে। দলগত বিভাগে দেব ছাড়াও খেলেন সুরজিৎ সরকার, প্রত্যুষ ভট্টাচার্য, অমন পাসওয়ান ও আদিত্য দেব অধিকারী। এদের মধ্যে সুরজিৎ তৃতীয় সেমেস্টারের ছাত্র। বাকিরা প্রথম সেমেস্টারের। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)