ফেডারেশন ও ইম্পার বৈঠক: টলিপাড়ায় সমস্যা কাটাতে তিন সিদ্ধান্ত
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : টলিউড শিল্পী ও কলাকুশলীদের সমস্যা নিরসনে একাধিক উদ্যোগ নেওয়া হল। বুধবার এ বিষয়ে বৈঠক করেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত সহ বিশিষ্টরা। ফেডারেশন ও ইম্পার এদিনের বৈঠকে মূলত তিনটি বিষয় উঠে আসে। ছবির বাজেট ৩০ লক্ষ টাকার মধ্যে হলে শ্যুটিংয়ে ব্যবহৃত নানা সামগ্রী এবং কলাকুশলীর সংখ্যার উপর কিছুটা ছাড় দেওয়া হবে।
ফেডারেশনের নিয়ম অনুযায়ী, প্রয়োজন না থাকলেও অতিরিক্ত কলাকুশলী নেওয়ার বাধ্যবাধকতা থাকে বলে আগেই ডিরেক্টর্স গিল্ডের তরফে অভিযোগ করা হয়েছিল। এতে ক্ষতি হতো প্রযোজকের। ফেডারেশন ও ইম্পার নতুন সিদ্ধান্তের ফলে সেই ক্ষতির ভার লাঘব হবে বলেই মনে করছেন টলিউডের বড় অংশ। কম দিনের মধ্যে ছবির শ্যুটিং শেষ করা এখন বাংলা ইন্ডাস্ট্রির রেওয়াজ। সেক্ষেত্রে শ্যুটিংয়ের নির্ধারিত কোনও সময়সীমা এতদিন ছিল না। কিন্তু ছবির শ্যুটিংয়ের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও শ্যুটিং শুরুর আগে ইম্পার কাছে প্রযোজক পাঁচ লক্ষ টাকা ‘সিকিউরিটি ডিপোজিট’ রাখবেন। কলাকুশলীদের প্রাপ্য পারিশ্রমিক না পাওয়া বা বকেয়া পারিশ্রমিকের সমস্যা এতে মিটবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এদিন বলেন, ‘প্রযোজক এবং কলাকুশলী একে অপরের পরিপূরক। আশা করি, যৌথভাবে আলোচনার মাধ্যমে আমরা সব সমস্যার সমাধান করতে পারব।’
উল্লেখ্য, শিল্পী ও কলাকুশলীদের পারিশ্রমিক দীর্ঘদিন ধরে আটকে রাখা। অতিরিক্ত সময় ধরে শ্যুটিং। নিয়মের বেড়াজালে কাজ স্থগিত করে দেওয়া। টলিউডের এহেন নানা সমস্যা গত কয়েকদিন ধরে শিরোনামে এসেছে। সম্প্রতি এক কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টায় ইন্ডাস্ট্রির অভ্যন্তরের সমস্যা আরও প্রকাশ্যে আসে। এদিনের বৈঠকে যতটা সম্ভব সব বিষয়ে আলোকপাত করা হয়।