নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার থেকেই টানা বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। বুধবারের পর সেই জলছবি লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবারও। এদিন সকাল ৯টার আগে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সাক্ষী রয়েছে কলকাতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ থাকতে পারে মেঘাচ্ছন্ন। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এমনকী শহরের কোনও কোনও অংশে বজ্রপাত-সহ বৃষ্টিপাতও হতে পারে।
বৃষ্টিপাতের জেরে এদিন তাপমাত্রা নীচের দিকেই থাকবে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে যথাক্রমে ২৯ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, অর্থাৎ বুধবার এই তাপমাত্রা ছিল যথাক্রমে ২৮.১ ডিগ্রি ও ২৪.৯ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম।
গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ০৬২.৯ মিলি। তবে আজ এর তুলনায় বেশি বৃষ্টিপাত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, আজ উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।