• বসিরহাটের এমপি হাজি নুরুল ইসলাম প্রয়াত
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের। বুধবার দুপুরে তাঁর মৃত্যু হয়। বারাসত ১ নং ব্লকের ছোট জাগুলিয়ার বহেড়া গ্রামে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬১ বছর। এদিন তাঁর বাড়িতে এসে পরিবারের সদস্যদের সমবেদনা জানান দলের রাজ্য ও জেলা নেতারা।


    ১৯৬৩ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি। খোরকি সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি মমতা বন্দ্যোপাধায়ের সঙ্গে ছিলেন। ২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ  হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১৪ সালে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। সেবার জিততে পারেন নি। ২০১৬ ও ২০২১, পরপর দু’বার হাড়োয়া বিধানসভা থেকে বিধায়ক হন তিনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে দল তাঁকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল। তাঁর বিপরীতে ছিলেন রেখা পাত্র। রীতিমতো ‘টাফ ফাইট’-এ হাজি নুরুল ইসলাম বিপুল ভোটে জয়ী হন। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয় সহ দলের শীর্ষ নেতৃত্ব। সামাজিক মাধ্যমে মমতা লিখেছেন, ‘বসিরহাট অঞ্চলের জনপ্রিয় এবং মানুষের কাছে পৌঁছে যাওয়া জনপ্রতিনিধি ছিলেন হাজি নুরুল ইসলাম। আপ্রাণ চেষ্টা করেছেন এলাকার উন্নয়নের জন্য। বসিরহাটের মানুষ আজ তাঁকে হারাল।’ অভিষেক বলেছেন, ‘সাংসদের মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর অকাল প্রয়াণে পরিবারের সদস্যদের সমদেবদনা জানাই।’ 
  • Link to this news (বর্তমান)