• ভূতে ধরেছে! ঝাড়ফুঁকের পর বেধড়ক মারধর কিশোরকে, ধৃত কীর্তিমান ওঝা
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: অসুস্থ ছেলেকে হাসপাতাল থেকে ছাড়িয়ে ওঝার কাছে নিয়ে গেলেন মা-বাবা। তাঁদের দাবি, অসুখ নয়, ছেলেকে ভূতে ধরেছে। ভূত ছাড়াতে ঝাড়ফুঁকের পর ওঝা বেধড়ক মারধর করে ছেলেকে। মারের চোটে যখন ছটফট করছে ছেলে, যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাবা-মা, পাড়া-প্রতিবেশীরা! অমানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ন’হাটা পারুইপাড়ায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে অসুস্থ ওই কিশোরকে উদ্ধার করেছে পুলিস। অভিযুক্ত ওঝার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ায় পুলিস তাঁকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ন’হাটা দমদমা সর্দারপাড়ার বাসিন্দা বছর পনেরোর উৎপল সর্দার অসুস্থ হয়ে পড়েছিল। তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যায় পরিবার। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রেফার করে দেয় আর জি কর মেডিক্যাল কলেজে। মঙ্গলবার পরিবারের সদস্যরা চিকিৎসা শাস্ত্রে বিশ্বাস না রেখে নিয়ে যায় স্থানীয় মামুদপুর পারুইপাড়ার উত্তরা সাধু ওরফে উত্তরা গোঁসাই নামে এক ওঝার কাছে। ওঝা ওই কিশোরকে দেখে বলেন, দোষ পাওয়া গিয়েছে। ওকে ভূতে ধরেছে। ভূত ছাড়াতে ঝাড়ফুঁকের পাশাপাশি উৎপলকে গাছের ডাল দিয়ে বেধড়ক মারতে থাকে ওঝা। এই কীর্তির কথা জানতে পারেন যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার। তিনিই খবর দেন গোপালনগর থানায়। পুলিস এসে অসুস্থ কিশোরকে উদ্ধার করে। জানা গিয়েছে, বুধবার চিকিৎসার জন্য ওই কিশোরকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।


    পারুইপাড়ায় মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস। এই এলাকার বাসিন্দারা এখনও কুসংস্কারে আচ্ছন্ন। সেকারণে কেউ অসুস্থ হলে তাঁরা ডাক্তারের কাছে না গিয়ে ছোটেন ওঝার কাছে। জানা গিয়েছে, এই ওঝার কাছে বাইরে থেকেও লোকজন আসতেন। মঙ্গলবার রাতে উত্তরা সাধু ভূত তাড়াতে অসুস্থ ছেলেটিকে ভূতপাতা দিয়ে ঝাড়ফুঁক শুরু করে। ওঝা জানান, ছেলেটিকে ভূতে ধরেছে। আমার কাছে নিয়ে আসার পর আমি ঝাড়ফুঁক করি। অনেকদিন ধরেই আমি এই কাজ করছি। এ বিষয়ে যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার বলেন, এই যুগেও মধ্যযুগীয় বর্বরতা চলছে। ওই ওঝার বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি। পুলিস ভালো ভূমিকা নিয়েছে। সাধারণ মানুষ সচেতন নয় বলেই ওখানে এমনটা হয়েছে।
  • Link to this news (বর্তমান)