• ফায়ার পাম্পিং মেশিন বিকল, বিপদের আশঙ্কা বাড়ছে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অগ্নি নির্বাপক ব্যবস্থার ফায়ার পাম্পিং মেশিন গত একবছর ধরে বিকল হয়ে পড়ে। ফলে আগুন লাগলে জল দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এতে বড় বিপদের আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, এই ব্যাপারে ডব্লুবিএমএসসিএল (ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড) দপ্তরকে একাধিকবার জানানো হলেও কোনও কাজ হয়নি। হাসপাতালের এক আধিকারিক জানান, ফায়ার পাম্পিং মেশিন স্বয়ংক্রিয় এবং ফায়ার স্প্রিঙ্কলার সিস্টেমের সঙ্গে যুক্ত। কোনও অগ্নিকাণ্ড ঘটলে পাম্পিং মেশিনের আপনিই চালু হয়ে যাবে এবং স্প্রিঙ্কলারের মাধ্যমে জল ছিটাতে সাহায্য করবে। কিন্তু এটা বিকল থাকায় আগুন লাগলে বড় অসুবিধার মধ্যে পড়তে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। অবিলম্বে এর মেরামত প্রয়োজন।


    হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, অনেক আগেই এই সমস্যার কথা সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু ওরা আশ্বাস দিলেও কাজ হয়নি। যদিও ডব্লুবিএমএসসিএল দপ্তরের আধিকারিক সজলকুমার বাগচি বলেন, কাজের প্রসেসিং চলছে। প্রশ্ন উঠেছে, হাসপাতালের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নিসুরক্ষা নিয়ে এত ঢিলেমি কেন ওই দপ্তরের? 


    বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বেশ কয়েকটি আউটডোর ও ইন্ডোর পরিষেবা চালু আছে। ফলে রোগীদের ভিড় ভালোই হয়। এই হাসপাতালের উপর নির্ভরশীল বারুইপুর সহ জয়নগর, কুলতলি, বিষ্ণুপুর, মগরাহাট, সোনারপুর এলাকার বাসিন্দারা। হাসপাতালে অগ্নি নির্বাপক মেশিনগুলি ঠিক থাকলেও ফায়ার পাম্পিং মেশিন বিকল থাকায় স্প্রিঙ্কলারের মাধ্যমে ঠিক মতো জল দিতে সমস্যা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)