• চা খেয়ে ফেরার পথে বাইক-সাইকেল সংঘর্ষে যুবক মৃত, যুবতী সহ জখম ৩
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: চা খেতে যাওয়াই কাল হল। সেই চা খেয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় এক যুবতী সহ তিনজন জখম। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ-চাকদহ সড়কের পোলতা এলাকায়। মৃত যুবকের নাম সুরজিৎ বিশ্বাস (২৪) ওরফে ঋত্বিক। বনগাঁ থানার জয়পুরের বাসিন্দা তিনি। জখম হয়েছেন বাপ্পা লাহা (১৯) ওরফে আকাশ, বৃষ্টি দাস (১৮) ও আজিম মণ্ডল (১৫)। বাপ্পা স্বরূপনগর থানার তরণীপুরের বাসিন্দা। বৃষ্টি দাসের বাড়ি বনগাঁ জয়পুর পালপাড়ায়। আর আজিম গোপালনগর থানার পোলতার বাসিন্দা। বৃষ্টির আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। বাকি দু’জন বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন।


    পেশায় রাজমিস্ত্রি সুরজিৎ বিশ্বাসের বাড়িতে ঘুরতে এসেছিলেন স্বরূপনগরের বাসিন্দা বন্ধু বাপ্পা লাহা। মঙ্গলবার সন্ধ্যায় বাপ্পা ও প্রতিবেশী যুবতী বৃষ্টি দাসকে নিয়ে ঘুরতে বের হন সুরজিৎ। বাইকে করে গোপালনগর থানার পোলতায় একটি চায়ের দোকানে যান তাঁরা। সুরজিৎ বাইক চালাচ্ছিলেন। চা খেয়ে দ্রুতগতিতে ফেরার সময় এক সাইকেল আরোহীর সাথে ধাক্কা লাগে তাঁদের। তাতে তাঁরা ছিটকে পড়েন, এবার রাস্তার পাশে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে তাঁদের। ঘটনায় গুরুতর জখম হন তিনজন। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। এই ঘটনায় সাইকেল আরোহীও গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারাই চারজনকে উদ্ধার করে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সুরিজিৎকে মৃত ঘোষণা করেন। 


    মাত্র মাস দুয়েক আগেই বাইক কিনেছিলেন সুরজিৎ। এখনও বাইকের নম্বর প্লেট ছিল না।


    স্থানীয় বাসিন্দারা বলছেন, সন্ধ্যা নামলেই বনগাঁজুড়ে বাইকের দৌরাত্ম্য লক্ষ্য করা যায়। বাইক নিয়ে চলে রেস। গোপালনগর থানার পোলতা এলাকায় রাস্তার দু’পাশে একাধিক চায়ের দোকান গজিয়ে উঠেছে। সন্ধ্যা নামলেই সেখানে ভিড় জমান যুবক-যুবতী। চলে নানারকম নেশাও। পাশাপাশি নিজেদের মধ্যে বাইক রেসও চলে। তার ফলেই মৃত্যু ডেকে আনছেন অনেকেই। কয়েকমাস আগেই ওই এলাকায় দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছিল। এরপরও প্রশাসনের হুঁশ ফেরেনি। এদিনের ঘটনায় প্রশাসনকেই দায়ী করেছেন কেউ কেউ।
  • Link to this news (বর্তমান)