• ‘স্নেহের পরশ’ চালু হরিণঘাটায়
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: ‘স্নেহের পরশ’ নামে অভিনব উদ্যোগ বুধবার চালু হল হরিণঘাটা বিডিও অফিসে। অফিস চত্বরে একটি ঘরে অফিসের কর্মী এবং এলাকার বাসিন্দাদের ব্যবহৃত কিন্তু কিছুটা নতুন জামা-কাপড় রাখা হচ্ছে। এরপর সেখান থেকে দুঃস্থ মানুষরা তাঁদের প্রয়োজন মত জামা কাপড় সংগ্রহ করতে পারবেন। হরিণঘাটার বিডিও মহাশ্বেতা বিশ্বাসের উদ্যোগে এটি চালু হয়। এছাড়াও বিডিও অফিসে অ্যালোভেরা, ছ’রকমের তুলসী, এলাচ, সর্পগন্ধা, অশ্বগন্ধা সহ অন্তত ৫০ রকমের গাছ নিয়ে সঞ্জীবনী গার্ডেন তৈরি হয়েছে। বৃষ্টির জল সংরক্ষণ ও পুনঃব্যবহারের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রজেক্টও তৈরি হয়েছে। বুধবার এই সবকটির উদ্বোধন করেন কল্যাণীর মহকুমা শাসক অভিজিৎ সামন্ত।
  • Link to this news (বর্তমান)