• হাবড়ার নেশামুক্তি কেন্দ্রে বারাসতের প্রৌঢ়ের মৃত্যু
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বুধবার সকালে হাবড়ার নেশামুক্তি কেন্দ্রে মৃত্যু হয়েছে বারাসতের বাসিন্দা এক প্রৌঢ়ের। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিভাশিস মণ্ডল (৫৬), ওরফে রাম। গত চার বছর ধরে তিনি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি ছিলেন। পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।


    বিভাশিসবাবুর বাড়ি বারাসতের সরোজিনীপল্লি এলাকায়। তিনি ভিডিও ক্যামেরার ব্যবসা করতেন। বাড়িতে স্ত্রী ও এক মেয়ে রয়েছে। কয়েক বছর আগে তিনি নেশায় আসক্ত হয়ে পড়েন। চার বছর আগে তাঁকে হাবড়ার বদর এলাকার এক নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। মঙ্গলবার তাঁকে দেখতে ওই নেশামুক্তি কেন্দ্রে গিয়েছিলেন পরিবারের লোকেরা। সেখানে তাঁকে অসুস্থ দেখে নার্সিংহোমে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সকালেই তাঁর মৃত্যু হয়।


    মৃতার স্ত্রী মৌমিতাদেবী বলেন, আমার স্বামী প্রচণ্ড নেশা করতেন। মদ্যপ অবস্থায় আমাকে মারধরও করতেন। তাই বদর এলাকার নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করিয়েছিলাম। পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার ওঁকে ডাক্তার দেখিয়েছিলাম। নার্সিংহোমে ভর্তি করানোর সিদ্ধান্তও নিয়েছিলাম। কিন্তু এদিন সকালে তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। নেশামুক্তি কেন্দ্র থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। আমরা এই ঘটনার তদন্ত চাই। পুলিস জানিয়েছে, মৃতের পরিবারের পক্ষ থেকে এদিন রাতে অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
  • Link to this news (বর্তমান)