• বারাসতকে প্লাস্টিকমুক্ত করতে ফের অভিযান শুরু পুরসভার
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্লাস্টিক মুক্ত শহর গড়তে ফের সচেতনতার প্রচার শুরু করল বারাসত পুরসভা। বুধবার শহরের বিভিন্ন বাজারে মাইকিং করার পাশাপাশি লিফলেটও বিলি করা হয়। ক্রেতাদের পাশাপাশি বিক্রেতাদেরও প্লাস্টিক ব্যবহার বন্ধ করার আবেদন জানানো হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই প্রচার ও আবেদনের পরেও কাজ না হলে আগামী দিনে পুরসভা আরও কঠোর হবে। ক্রেতা-বিক্রেতাদের আর্থিক জরিমানাও করা হবে।


    ফি-বছর বারাসত শহরকে প্লাস্টিকমুক্ত করতে নানা উদ্যোগ নেয় বারাসত পুরসভা। করোনার সময় থেকে এই উদ্যোগ চালু হলেও আজও প্লাস্টিক মুক্ত শহর তৈরি করা যায়নি। পুরসভা উদ্যোগী হলে কিছুদিন প্লাস্টিকের ব্যবহার কিছুটা কমে। তারপর ফের আগের ছবি ফিরে আসে। যথেচ্ছ ব্যবহারের ফলে প্লাস্টিকের পলি ব্যাগ জমে শহরের বিভিন্ন নিকাশি নালা উপচে পড়ছে। জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশে অল্প বৃষ্টিতেই বিভিন্ন ওয়ার্ডে জল থই থই করছে। কয়েক দিন আগের নিম্নচাপে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সাধারণ মানুষের ক্ষোভ তীব্র হচ্ছে বুঝে পুজোর মুখে ফের প্লাস্টিক নিয়ে সচেতনা শুরু হয়েছে। যদিও সাধারণ মানুষের অভিযোগ, প্রত্যেকবারের মতো পুরসভার এই উদ্যোগ স্রেফ ‘আই ওয়াশ’। পুরসভা যদি সত্যি এই কাজের রূপায়ণ চায় তাহলে ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই প্লাস্টিক নিয়ন্ত্রণ হতো। 


    এদিন শহরের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিলি ও মাইকিং শুরু হতেই এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, এলাকা ভিত্তিক কাউন্সিলারদের দায়িত্ব দেওয়া হয়েছে। বারাসতের অন্যতম বড় বাজার হল কাছারি ময়দানের বাজার। বহু ক্রেতা, বিক্রেতার ভিড় হয় এখানে। এদিন পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়, কাউন্সিলার সুমিত সাহা ও স্বপ্না বসু প্লাস্টিক বর্জন অভিযান শুরু করেন। প্লাস্টিক মুক্ত শহর গড়ার আবেদন জানিয়ে বাজারে আসা মানুষ সহ ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতনতার প্রচার করা হয়েছে। ক্রেতা, বিক্রেতা দু’পক্ষকেই লিফলেট দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)