নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার ছিল সন্তানের মঙ্গলের জন্য পুজো, জীবিতপুত্রিকা বা জিউতিয়া। আর এই পুজোর দিনেই নিজের পুত্রকে হারালেন হালিশহরের এক মা গীতা চৌধুরী। বুধবার বিকেল পাঁচটায় হালিশহরের লালকুঠির বাসিন্দা গীতা চৌধুরী ছেলে ওম চৌধুরীকে সঙ্গে নিয়ে সাধুর ঘাটে পুজো দিতে এসেছিলেন। তখন গঙ্গার ঘাটে একটি ঘুড়ি উড়ে এসে পড়ে। সেই ঘুড়ি ধরতে দৌড় দেয় দশ বছরের ওম। কিন্তু নিজেকে সামলাতে না পেরে গঙ্গায় পড়ে গিয়ে প্রখর স্রোতে তলিয়ে যায় সে। খবর পেয়ে আসে হালিশহর থানার পুলিস। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের নিয়ে আসেন হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। তিনি পুরসভার কর্মীদের নিয়ে গঙ্গায় তল্লাশি চালান। নিজে লঞ্চ নিয়ে গঙ্গায় টহল দেন। কিন্তু রাত পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি বলে শুভঙ্করবাবু জানান।