• মহারাষ্ট্র থেকে হাসনাবাদের নাবালিকা উদ্ধার
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বসিরহাট: হাসনাবাদের বাসিন্দা নাবালিকাকে মহারাষ্ট্র থেকে উদ্ধার করল পুলিস। পুলিস সূত্রে জানা যায়, হাসনাবাদের দক্ষিণ ভেবিয়া এলাকার বাসিন্দা ওই নাবালিকা আট সেপ্টেম্বর নিখোঁজ হয়। সকলের নজর এড়িয়ে দশ সেপ্টেম্বর মহারাষ্ট্রের কুরলা স্টেশনে চলে যায়। সেখানে জিআরপি আটক করে তাকে। তারাই যোগাযোগ করে হাসনাবাদ থানার সঙ্গে। অন্যদিকে, হাসনাবাদ থানায় মেয়ের নিখোঁজের অভিযোগ করেন পরিবারের লোকেরা। শেষে ২৪ সেপ্টেম্বর মহারাষ্ট্র থেকে উদ্ধার করে নাবালিকাকে হাসনাবাদে ফিরিয়ে আনে পুলিস।


    ওই নাবালিকা জানায়, কিছুদিন আগে দিল্লিতে একটি অনুষ্ঠান বাড়িতে তনুজা বিবির সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রে তাঁর সঙ্গে যোগাযোগ করে তনুজা বিবি। এরপর বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায় তাকে। বুধবার তনুজা বিবিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে জেল হাজতের নির্দেশ দেন বিচারক। উদ্ধার হওয়া নাবালিকার গোপন জবানবন্দিও নেওয়া হয় এদিন। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তদন্ত করে দেখছে পুলিস।
  • Link to this news (বর্তমান)